ঢাকা, ০৯ জুলাই- দেশীয় শোবিজের এ প্রজন্মের তারকা ঈশিকা খান। বিজ্ঞাপন দিয়ে আলোচনায় আসা এই মডেল-অভিনেত্রী অল্প সময়েই নিজ গুণে পেয়েছেন দর্শকপ্রিয়তা। ক্যারিয়ার শুরু করতে না করতেই সংসার জীবন শুরু করেন। গেলো বছর লন্ডন প্রবাসী ব্যবসায়ী কায়সার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই অভিনেত্রী। তারপর স্বামীর সঙ্গে পাড়ি জমান লন্ডনে। হুট করে বিয়ে করায় অনেকেই ঈশিকার ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু সব সামলে তিনি দেশে ফিরেছেন এবং আবারো অভিনয়ে নিয়মিত হচ্ছেন। বিবাহিত জীবনের প্রথম ঈদ স্বামীকে ছাড়াই কাটাতে হয়েছে ঈশিকার। কারণ, স্বামী কায়সার লন্ডনে রয়েছেন ব্যবসার কাজে, অন্যদিকে সন্তান নিয়ে নিজের ব্যস্ততায় দেশেই ঈদ করেছেন ঈশিকা। কেমন কেটেছে এবারের ঈদ? এমন প্রশ্নের জবাবে ঈশিকা বলেন, ভালোই কেটেছে। তবে কায়সারকে মিস করেছি। এমনিতে দেশে আত্মীয়-স্বজনের বাসায় গিয়েছি, সন্তানকে নিয়ে ঘোরাফেরা করেছি। সবমিলে ভালোই কেটেছে ঈদ। এবারের ঈদে ঈশিকা অভিনীত আমি ক্রিকেটার হতে চাই এবং বর্ষা শিরোনামের মাত্র দুটি নাটক প্রচারিত হয়েছে। দুটোই অনলাইন ভিত্তিক। প্রত্যাশা অনুযায়ী ভক্তদের হতাশ করলেন না? এমন প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলে ঈশিকা বলেন, আসলে পুরো রমজান মাস টিভি অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলাম। তাই নাটকের কাজে সময় দিতে পারিনি। তবে ভক্তদের আশা দিয়ে বলতে পারি, এখন থেকে তারা নিয়মিতভাবেই পাবেন আমাকে। সংসার সামলে আবার অভিনয়, একটু ঝামেলার মনে হয় না? ঈশিকার মতে- খানিকটা সমস্যা তো হয়। তবে মেয়েদের অনেক কিছুই ম্যানেজ করে চলতে হয়। অনেকেই তো বিয়ের পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। ঈশিকাও কি সেরকম কিছুই করবেন? না! আমার সব কিছু জেনেই সে (কায়সার) বিয়ে করেছে। সুতরাং আমার কাজে সে বাধা দেবে না। অবশ্য এক্ষেত্রে স্বামী-স্ত্রীর বোঝাপড়াটা জরুরি। আমি আশা রাখি, আমাদের দুজনের মধ্যকার বোঝাপড়া আজীবন অটুট থাকবে। নাটক-টেলিফিল্ম কিংবা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পর্দায় এখনই যাওয়ার ইচ্ছে নেই ঈশিকার। তার মতে, কথিত বাণিজ্যিক ধারার ছবিতে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো না। সেখানে অনেক বেশি ফ্লেক্সিবল হতে হয়। যেটা আমার পক্ষে সম্ভব না। আমার অভিনয় যারা দেখেন, তারা নিশ্চয়ই বোঝেন আমি কেমন চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। হ্যাঁ, ভবিষ্যতে যদি গল্পনির্ভর চরিত্রে কাজের সুযোগ পাই, তখন চলচ্চিত্র নিয়ে ভেবে দেখবো। আবারো কি লন্ডনে ফিরে যাবেন? এমন প্রশ্নের জবাবে আত্মবিশ্বাস নিয়ে ঈশিকা বলেন, এখন থেকে দেশেই থাকবো। আমার স্বামীও দেশেই সেলেটড হবেন। তবে মাঝেমধ্যে ঘুরতে যাবো দেশের বাইরে। তার মানে অভিনয়ে নিয়মিতই পাচ্ছি আপনাকে? হ্যাঁ, ধারাবাহিক ও খণ্ড নাটক মিলে বেশ কিছু কাজ হাতে রয়েছে। শনিবার (৮ জুলাই) একটি খণ্ড নাটকের কাজ করলাম। শিগগিরই দেশ টিভির জন্য একটি ধারাবাহিকে কাজ শুরু করবো। শিডিউল মেইন্টেইন করে অন্যান্য কাজগুলোও দ্রুত শুরু করবো।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u0dzq3
July 10, 2017 at 02:06AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন