নোট বদলের সময়সীমা নিয়ে কেন্দ্রকে তোপ শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ৪ জুলাইঃ পুরোনো নোট বদলের জন্য সময়সীমা বাড়ানো নিয়ে কেন্দ্রকে ভাবনা চিন্তা করার পরামর্শ দিল সুপ্রিমকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি জে এস খেহর কার্যত ভর্ত্সনার সুরে কেন্দ্রকে বলেন, ‘মানুষের কষ্ট করে উপার্জিত টাকাকে আপনারা আবর্জনায় পরিণত করতে পারেন না। কারাগারে বন্দিদের মতো যাঁরা পুরোনো টাকা জমা দিতে পারেননি, তাঁদের থেকে আপনারা মুখ ফিরে নিতে পারেন না।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘যদি কেউ প্রমাণ করতে পারেন তাঁর কাছে নিজের বৈধ টাকাই রয়েছে এবং কোনো সমস্যার জন্য ৩১ ডিসেম্বের মধ্যে পুরোনো নোট ব্যাংকে জমা দিতে পারেননি, তাহলে তাঁর সেই টাকা জমা দেওয়ার জন্য একটা সুযোগ পাওয়া উচিত।’ এই সুযোগ দেওয়া হবে কি না তা দু’সপ্তাহের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল রঞ্জিত কুমার জানান, প্রকৃত সমস্যা খুঁটিয়ে দেখতে সরকার রাজি। তবে গণ হারে সবাইকে সুযোগ না দেওয়ার জন্য আদালতের কাছে আর্জি জানান তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2slFIE8

July 04, 2017 at 02:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top