জলপাইগুড়ি, ২০ জুলাইঃ স্কুলের বাগান থেকে ফুল ছেঁড়ায় ঘুঘুডাঙার কালীবাড়ি সতীশচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রকে বাঁশের কঞ্চি দিয়ে মারধরের অভিযোগ উঠল। রাজা সরকার (৫) নামে ওই ছাত্র জলপাইগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ওই ছাত্রের বাবা অমরনাথ সরকার।
অমরনাথবাবুর অভিযোগ, স্কুলের বাগান থেকে ফুল ছেঁড়ায় তাঁর ছেলেকে বেতের কঞ্চি দিয়ে পায়ে বেধড়ক মেরেছেন এক শিক্ষক। ছেলের ডান পায়ের পিছন দিকে হাড়ে চিড় ধরেছে। চার বার এক্স-রে করা হয়েছে। ওই স্কুলের প্রধান শিক্ষক প্রভাতচন্দ্র সরকার বলেন, এই ছাত্রের ফুল ছেঁড়ার জন্য এর আগেও তার অভিভাবকদের সতর্ক করা হয়েছে। কিন্তু মারধরের যে অভিযোগ তাঁরা করছেন সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://uttarbangasambad.com/student-beaten/
July 20, 2017 at 11:47AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন