সুরমা টাইমস ডেস্ক;
রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে পুলিশের এক উপ-পরিদর্শক ও তার স্ত্রীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তার নাম আব্দুস সাত্তার (৩২), তিনি বাড্ডা থানায় নিয়োজিত ছিলেন।
শনিবার সন্ধ্যায় মিরপুরের রূপনগরের ২২ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির ছয়তলার একটি ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রূপনগর থানার ওসি শহিদ আলম।
হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাবিবুল হাসান রাত ৮টা ৪০ মিনিটে দুজনকে মৃত ঘোষণা করেন।
সাত্তারের সঙ্গে নিহত শম্পা (২৮) তার দ্বিতীয় স্ত্রী। বছরখানেক আগে প্রথম স্ত্রীর খালাতো বোন শম্পার সঙ্গে তার বিয়ে হয় বলে পুলিশ জানায়। নিহত এসআইয়ের প্রথম স্ত্রীর ঘরে ১০ ও ৬ বছরের দুটি ছেলে রয়েছে।
এ ঘটনাকে হত্যার পর আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
ওসি শহীদ বলেন, “ধারণা করা হচ্ছে এসআই সাত্তার নিজের সরকারি অস্ত্র দিয়ে স্ত্রীকে গুলি করে আত্মহত্যা করেছেন।”
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2u4jM4R
July 09, 2017 at 12:01AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন