ন্যায় চেয়ে রায়গঞ্জে পথে নামল যুবসমাজ

রায়গঞ্জ, ১৭ জুলাইঃ আদিবাসী মহিলাদের পক্ষে ন্যায় বিচারের দাবিতে রায়গঞ্জের রাজপথে কালো পোশাকে মিছিল করলেন শহরের যুবসমাজ। ব্যবহার করা হয়নি কোনো রাজনৈতিক মঞ্চ। সোশ্যাল মিডিয়ায় আলোচনার মাধ্যমে সোমবার বিকেল সাড়ে ৫ টা নাগাদ তারা কালো পোষাকে জড়ো হয়েছিল রায়গঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে। বিবেকানন্দ মোড় থেকে শুরু হয়ে শিলিগুড়ি মোড় পর্যন্ত চলে মিছিল। হাতে ছিল দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের পোস্টার। নির্যাতিতা আদিবাসী মহিলাদের জন্য গত ১৪ জুলাই ক্ষোভে ফেটে পড়া আদিবাসী আন্দোলন দেখার পর এবার রায়গঞ্জ শহর সাক্ষী রইল একই দাবিতে আধুনিক যুব সমাজের আন্দোলনেরও।

এদিকে, ব্যবসায়ীদের দোকানপাট বন্ধের জেরে থমথমে রায়ঞ্জ শহরে গতি আনতে বিভিন্ন জায়গায় মাইকিং করে রায়গঞ্জ পুলিশ লাগাতার আবেদন করতে থাকে গুজবে কান দিয়ে উত্তেজনার সৃষ্টি না করে প্রশাসনের ওপর ভরসা রাখতে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tj6Yrg

July 17, 2017 at 08:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top