ঢাকা::
মাত্র এক মাসের ব্যবধানে উত্তর কোরিয়ার দ্বিতীয় দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ডিপিআরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করেছে এবং এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের প্রতি দেশটির আনুগত্যের বরখেলাপ।’
বিবৃতিতে আরো বলা হয়, এনপিটি ও সিটিবিটি’র স্বাক্ষরকারী হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তির ব্যবহার পরিহার সর্বজনীন ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করা অব্যাহত রাখবে।
বিবৃতিতে উত্তর কোরিয়ার প্রতি সামষ্টিক শান্তি ও নিরাপত্তার উন্নয়নে দেশটির বিশেষ করে জাতিসংঘের অধীন আন্তর্জাতিক বিধিবিধান প্রতিপালনেরও আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এ অঞ্চল ও এর বাইরে শান্তি-স্থিতিশীলতার ওপর বৈরি প্রভাব পড়ে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ua9gVo
July 30, 2017 at 08:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.