ছাতকে ভূঁয়া ডাক্তারকে ৭ দিনের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা :: সুনামগঞ্জের ছাতকে এক ভূঁয়া ডাক্তারকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।জানা যায়, বুধবার দিঘলী-চাকলপাড়া গ্রামের রইছ আলীর বাড়িতে ডাক্তার পরিচয়ে চিকিৎসা করতে যায় নাটোর জেলার সিংড়া উপজেলার পারসিংড়া গ্রামের দবির উদ্দিনের ছেলে ভূঁয়া ডাক্তার রাজু আহমেদ (৩৫)।এসময় নিজ হাতে ওষুধ তৈরী করে রোগিদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করলে তাদের সন্দেহ হয়। পরে পরিবারের লোকজনসহ স্থানীয় সাংবাদিকদের সমন্বয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসির উল্লাহ খান আটক রাজু আহমেদকে জাল কাগজ-পত্র ও ব্যাগ ভর্তি আটা-ময়দার তৈরী ওষুধ দিয়ে চিকিৎসার নামে প্রতারনার অভিযোগে ইউনানী এবং আয়ূর্বেদী প্রেক্টিশনার অধ্যাদেশ ১৯৮৩ইং এর ৩১ধারায় ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uy20Ge

July 27, 2017 at 12:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top