ঢাকা, ০৯ জুলাই- শিল্পীদের কোনো বয়স নেই। বলেছেন চিত্রনায়িকা মৌসুমীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানি। গতকাল শনিবার বিকালে এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে মৌসুমীকে বয়স্ক অভিনেত্রী বলেন সংগঠনটির সভাপতি মিশা সওদাগর। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেন, মানে তিনি অনেক সিনিয়র অভিনেত্রী। সেই ১৯৯২ সালে কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে শুরু করেছেন। অনেক দিন ধরেই ইন্ডাষ্ট্রিতে কাজ করছেন। আরও বলেন, তার প্রতি সম্মান জানানোর জন্যই বয়স্ক কথাটি বলেছি। অন্য কিছু নয়। গত ৩ জুলাই মৌসুমী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন। গত ৫ মে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি। কিন্তু তিনি শপথ নে​ননি। আজ রোববার বিকালে সাড়ে ১০ মিনিটের ফেসবুক লাইভে আসেন ওমর সানি। এখানে তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেন। তবে মিশা সওদাগরের আপত্তিকর মন্তব্যের ব্যাপারে ওমর সানি বলেন, মিশা তুমি কোন জায়গা থেকে এসেছ, আমি খুব ভালো করে জানি। চলচ্চিত্রে মিশা সওদাগরের গোড়ার দিককার কথা স্মরণ করেন ওমন সানি বলেন, অভিনেতা উজ্জ্বল সাহেবকে গিয়ে আমি বলেছিলাম, মিশা নামে নতুন একটা ছেলে আছে, তাকে ভিলেন হিসেবে নেন। তখন তোমার কোথায় অবস্থান ছিল মিশা? তুমি ছিলে ১০ হাজার টাকার আর্টিস্ট। তখন আমার আর মৌসুমীর অবস্থান কোথায় ছিল, মনে পড়ে? এদিকে মিশা সওদাগর বলেছেন, তিনি ছাড়া চলচ্চিত্র অচল। এ প্রসঙ্গে ওমর সানি বলেন, গত দুই-আড়াই বছরে লাভ ম্যারেজ ছাড়া কী হিট ছবি আছে তোমার? মিশা তুমি আমাকে বেকার বলেছ। গত তিন বছরে আমার কতগুলো ছবি মুক্তি পেয়েছে, সেই ছবির নামগুলো তোমার জানতে হবে। তিনি মিশা সওদাগরের যথাযথ শিক্ষার ব্যাপারে প্রশ্ন তোলেন। ওমর সানি বলেন, এটাকে শিক্ষা বলে? তুমি কোন ক্লাসে পড়েছ, এটা আমার জানতে হবে। মৌসুমী যদি বয়স্ক অভিনেত্রী হয়, তাহলে সেখানে অঞ্জনা আপা, রোজিনা আপা, চম্পা আপার অবস্থান কোথায়? শাবানা বা ববিতা আপার কথা নাইবা বললাম। এই তুমি চলচ্চিত্র শিল্পী সমিতির প্রেসিডেন্ট? এই তোমার মানসিকতা! এআর/২০:৪০/০৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sDUZQV
July 10, 2017 at 02:41AM
09 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top