সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৭২ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক : সিলেট শিক্ষাবোর্ডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) পরীক্ষায় এই বছর পাশের হার ৭২ শতাংশ। গত পাঁচ বছরের তুলনায় এইবার সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে। অংশগ্রহনকারী পরীক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার। ২০১৭ সালের এইচ.এস.সি পরীক্ষার ফলাফল বিবরনী থেকে এই তথ্য পাওয়া যায়।

ফলাফল বিবরনীর তথ্য অনুযায়ী, এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার তার মধ্যে পাশ করেছে ৪৬ হাজার ৭শ’ ৯৭ জন, ২০১৬ সালে পরীক্ষার্থী ছিল ৬৩ হাজার ৯শ ৫৯ জন তার মধ্যে পাশ করেছিল ৪৩ হাজার ৮শ ৭০ জন, ২০১৫ সালে পরীক্ষার্থী ছিল ৫৭ হাজার ৭শ ২ জন তার মাঝে পাশ করে ৪৩ হাজার ২৮ জন, ২০১৪ সালে পরীক্ষার্থী ছিল ৫৭ হাজার ৫শ ৬১জন তার মধ্যে পাশ করেছে ৪৫ হাজার ৫শ ৬৮ জন এবং ২০১৩ সালে পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ৪২হাজার ৯শ ৮০জন তার মধ্যে পাশ করেছে ৩৪ হাজার ৯ জন শিক্ষার্থী।

এই বছর শতভাগ পাশ করেছে এমন কলেজের সংখ্যা ৮টি। ২০১৬ সালে ছিল ৫টি, ২০১৫ সালে ছিল ১৩টি, ২০১৪ সালে ছিল ১০টি ও ২০১৩ সালে ছিল ৮টি কলেজ।

আজ রোববার সকাল ১১টায় সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম ফলাফল প্রকাশ করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gUYKQr

July 23, 2017 at 10:49PM
23 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top