খড়গপুর, ১৫ জুলাই- তৃণমূলকে রাজ্যের মহিলারা ভয় পায়। এমনই অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের একটি অভিযোগ তোলপাড় হয় রাজ্য রাজনীতি। তার পর ফের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনলেন দিলীপ। রূপা অভিযোগ করেন, তৃণমূলের ছত্রছায়া ছাড়া এরাজ্যে কোনও ভিন রাজ্যের মহিলা এলে তিনি পনের দিনের মধ্যে ধর্ষিতা হয়ে যাবেন। খড়গপুরে এক অনুষ্ঠানে দিলীপবাবু বলেন, আজকে টিএমসিকে দেখলে মহিলারা ভয় পায়। যেখানে সেখানে মহিলাদের ধর্ষণ করছে। রায়গঞ্জে ২ জন আদিবাসী মহিলাকে ধর্ষণ করেছে। ওদের অফিস পুড়িয়ে দিয়েছে আদিবাসীরা। টিএমসির লোকেরা রায়গঞ্জ ছেড়ে পালিয়েছে। দাঙ্গা লিগিয়েছে বসিরহাটে। সেখনে টিএমসির লেকেরা ঢুকতে পারছে না। পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে টিএমসির লোকেরাই। চোপরায়, পাহাড়ে একমাস ধরে ঢুকতে পারছে না টিএমসি। এরা এখন দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করছে। ওদের কী অধিকার রয়েছে। সমাজবিরোধীরা টিএমসির নেতা হয়েছে। প্রসঙ্গত, খড়গপুরে রেলের অফির জবরদখল করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এনিয়েই মুখ খুললেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সভাপতি বলেন, যারা খড়গপুরকে দখল করে রেখেছে তারা আমার বিরুদ্ধে অভিযোগ করে কীভাবে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tdVOnQ
July 16, 2017 at 02:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top