চারটি ঘড়িয়ালের বাচ্চা উদ্ধার, ধৃত ২

রাজগঞ্জ, ৩০ জুলাইঃ পাচারের আগে চারটি ঘড়িয়ালের বাচ্চা উদ্ধার করল বৈকুন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জ অফিসের বন কর্মীরা । রবিবার উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া থেকে বিলুপ্তপ্রায় ঘড়িয়ালগুলি উদ্ধার করা হয়। ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ সামসুদ্দিন ওরফে শেরখান এবং মহম্মদ আসিফ। ধৃতরা বিহারের পাটনা জেলার আলমগঞ্জের বাসিন্দা।

বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানিয়েছেন, একটি আন্তর্জাতিক পাচার চক্র বন্য জন্তু ও বন্য জন্তুর দেহাংশ ছাড়াও ভিন রাজ্য থেকে ঘড়িয়াল ও কুমীরের বাচ্চা পাচার করে বলে খবর ছিল । প্রায় এক বছর থেকে খোঁজখবর রাখা হচ্ছিল । এই দিন গোপন সূত্রে খবর পেয়ে পাঞ্জিপাড়াতে ওঁত পেতে ছিলেন বনকর্মীরা। দুপুরে দুই যুবক একটি একটি বিশেষ ব্যাগে করে ঘড়িয়ালগুলি নিয়ে কোথাও যাওয়ার অপেক্ষায় ছিল । তাঁদের ব্যাগে তল্লাশি চালিয়ে ৪ টি ঘড়িয়ালের বাচ্চা উদ্ধার করা হয় । রেঞ্জ অফিসার বলেন, ঘড়িয়ালগুলি ওডিশা থেকে নিয়ে এসেছে বলে ধৃতরা জেরায় স্বীকার করেছে ।এরাজ্যের কোথাও পাচারের উদ্দেশ্যে তারা ঘড়িয়ালগুলি নিয়ে যাচ্ছিল । ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tOPiQG

July 30, 2017 at 06:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top