মুম্বাই, ২৯ জুলাই- বলিউড পরিচালক ও অভিনেতা কমল হাসানের মেয়ে অক্ষরা হাসান। বলিউডে হাতেখড়ি হয়েছিল শামিতাভ দিয়ে। সম্প্রতি তামিল ছবিতে অভিনয় শুরু করেছেন। বলিউডে গুঞ্জন উঠেছে অক্ষরা নাকি বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষরা জানিয়েছিলেন, তিনি নাকি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। যদিও একটা সময় নিজেকে নাস্তিক বলতেই পছন্দ করতেন তিনি। অক্ষরার এই ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছিল জোর আলোচনা। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই সেই মন্তব্য থেকেই সরে এলেন কমল-কন্যা। গতকালই মেয়েকে উদ্দেশ্য করে একটি টুইট করেছেন তামিল বিগ বস-এর সঞ্চালক কমল। তাতে লেখেন, তুমি কি তোমার ধর্ম পরিবর্তন করেছ? যদি তা করেও থাক, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার মতো ধর্মকেও কোনও শর্তে বেঁধে রাখা যায় না। জীবনকে উপভোগ করো। লভ ইওর বাপু। এর উত্তরও দিয়েছেন অক্ষরা। আর সেই টুইটেই নায়িকা জানিয়েছেন, ধর্ম পরিবর্তন করেননি তিনি, এখনও নাস্তিকই রয়েছেন। তবে বৌদ্ধ ধর্মের প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। এআর/১৮:৩৮/২৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eW5Nru
July 30, 2017 at 12:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top