বোমায় ছিল না কোনো ডিটোনেটর, জানাল বম্ব স্কোয়াড

ধূপগুড়ি, ২২ জুলাইঃ শনিবার সকালে নিরাপদ দূরত্বে ফাঁকা মাঠে গতকাল উদ্ধার হওয়া ৬টি তাজা বোমাকে পরীক্ষা করে নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড।

শুক্রবার বৈঠকের পর সন্ধ্যার দিকে বোমাগুলিকে নিষ্ক্রিয় করতে শিলিগুড়ি থেকে সিআইডি-র বম্ব স্কোয়াডের সদস্যরা ধূপগুড়ি থানায় আসেন। কিন্তু রাতের অন্ধকারে বোমা নিষ্ক্রিয় করতে না পারায়, আজ সকালেই বোমা নিষ্ক্রিয় শুরু করেন। বেশ কয়েকবার কৃত্রিম উপায়ে বোমাগুলিকে ফাটানো চেষ্টা করলে তা বিফলে যায়। অবশেষে সতর্কতা মেনে বোমাগুলিকে সম্পূর্ণ খোলা হয়।

বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, ছোট কৌটো কাটার পর ভেতর থেকে সামান্য বারুদ, কয়েকটি তার ও স্প্রিং পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা জানান, বোমা বলে দাবি করলেও তাতে কোনো ডিটনেটর ছিল না এবং সেটি ফাটারও সম্ভবনাও ছিল না।  তবে ইম্প্রোভাইড এক্সপ্লোসিভ ডিভাইস(আইইডি) রয়েছে কিনা সেবিষয়ে ফরেন্সিক তদন্তের আগে মুখ খুলতে চাননি বম্ব স্কোয়াড দলের সদস্যরা।

উল্লেখ্য, গতকাল ৬টি তাজা বোমা উদ্ধার হয়েছিল কোচবিহারের ঘোকসাডাঙ্গা লাগোয়া ধূপগুড়ি ব্লকের গাদং-২ গ্রাম পঞ্চায়েতের পুণ্ডিবাড়ি গ্রামের ভূতেরহাট এলাকা থেকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uJmBs7

July 22, 2017 at 12:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top