বাবু সাহা, লেবাননঃ লেবাননে ‘‘অসাধু দালাল হঠাও, প্রবাসী বাঁচাও’’ শ্লোগানে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি লেবানন শাখা। রবিবার বিকাল ৪.০০ ঘটিকায় বৈরুতের আলকোলায় স্থানীয় একটি ক্যাফেটেরিয়ায় সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
ডিবিসি চ্যানেল, আর টিভি ও বাংলাভিশন চ্যানেলের লেবানন প্রতিনিধিদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি লেবানন শাখার সাবেক সভাপতি আবুল বাশার প্রধান এর সভাপতিত্বে ঘোষনা পত্র পাঠ করেন সংগঠনটির সাবেক সাধারন সম্পাদক রুবেল আহম্মেদ।উপস্থাপনায় ছিলেন সংগঠনটির সাধারন সম্পাদক বাবু তপন ভৌমিক ও সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জাকির।
ঘোষনা পত্রে বলা হয়, লেবাননে কিছু অসাধু দালাল ভিসা ব্যবসার নামে প্রবাসী বাংলাদেশীদেরকে প্রতারিত করছে।তারা ভাল চাকুরীর লোভ দেখিয়ে প্রতিজন প্রবাসী থেকে ভিসা বাবদ ৫/৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লেবাননের রাস্তায় ছেড়ে দিচ্ছে।কাগজপত্র বিহীন হাজার হাজার প্রবাসী বাংলাদেশী লেবাননে মানবেতর দিন কাটাচ্ছে।অনেক মহিলা শ্রমিক দালালদের কাছে জিম্মি হয়ে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে।ফলে একদিকে বাংলাদেশের সুনাম নষ্ট সহ দেশ হারাচ্ছে বৈদেশিক মুদ্রা।দূতাবাসের নীচে কফি হাউসে এক শ্রেণীর অসাধু দালালদের সমন্বয়ে গঠিত একটি দালাল সিন্ডিকেট দূতাবাসে আগত সাধারন শ্রমিকদের নিকট হতে সাহায্যের নামে অনৈতিক ভাবে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমান প্রতারিত প্রবাসীরা রাষ্ট্রদূতকে অনেক আগেই অবহিত করেছে।রাষ্ট্রদূত মহোদয় একাধিকবার এই দালাল সিন্ডিকেটকে অনৈতিক ভাবে অর্থ হাতিয়ে নেওয়ার ব্যাপারে সতর্ক করেছে।
এই দালাল সিন্ডিকেটের প্রধান তিন ব্যক্তি হলেন, আলী আকবর মোল্লা, সোহেল মিয়া ও ভূয়া মুক্তিযোদ্ধা আলী আশরাফ ভূঁইয়া।তারা তিনজনই আওয়ামীলীগের নামে লেবাননে বিভিন্ন ভাবে সাধারন প্রবাসীদের সাথে প্রতারনা করে যাচ্ছে।তাদের এই অপরাজনীতির কারনে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।তাই আজকের সংবাদ সম্মেলন থেকে এই তিন ব্যক্তিকে লেবাননে আওযামীলীগের রাজনীতিতে অবাঞ্চিত ঘোষনা করে সংগঠনটির রাজনীতি থেকে বহিষ্কারের আদেশ প্রদান করা হইলো।বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি লেবানন শাখার কার্যনির্বাহী পরিষদের সংখ্যাগরিষ্ট সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।আপনারা জানেন বর্তমান রাষ্টদূত একজন সৎ প্রবাসী বান্ধব ব্যক্তি হিসেবে ইতিমধ্যেই সাধারন প্রবাসীদের মাঝে গ্রহন যোগ্যতা অর্জন করেছেন।এই তিনজন ব্যক্তি বর্তমান রাষ্ট্রদূত সহ দূতাবাসের পূর্বের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তুলেছেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, যার সাথে সাধারন প্রবাসীদের কোন ধরনের সম্পৃক্ততা নাই।
আমরা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ লেবাননে রাষ্ট্রদূত মহোদয় এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষন করে বলছি, আমাদের সাধারন প্রবাসীদের এই সকল অসাধু দালালদের হাত থেকে বাঁচান।অন্যথায় আমরা সাধারন প্রবাসীরা তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে লেবাননের রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হব।
সংবাদ সম্মেলনে ঝিনাইদহের লাকি আক্তার সহ আরো কয়েকজন প্রবাসী বাংলাদেশী আলী আকবর মোল্লা সহ কতিপয় দালালদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন।ঘোষনা পত্র পাঠক রুবেল আহম্মেদ সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক ও অন লাইন মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার নেতৃবৃন্দ সহ প্রচুর সাধারন প্রবাসীদের উপস্থিতি ছিল।
উল্লেখ্য যে, এই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরে সাধারন প্রবাসীদের মাঝে আতংক বিরাজ করছিল।তাই সাংবাদিক সম্মেলনের আয়োজকরা নিবিঘ্নে সাংবাদিক সম্মেলন করতে স্থানীয় পুলিশ প্রশাসনের সাহায্য নিয়েছিল।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2tUFAjV
July 31, 2017 at 01:46AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন