ঢাকা, ১৬ জুলাই-বাবা আমাকে ফেলে না ফেরার দেশে চলে গেল। তার সঙ্গে কিন্তু আমার এমন কথা ছিল না! এই প্রথম বাবা আমাকে কোনো কথা দিয়ে রাখলো না! আজ রোববার সকালে ফেসবুক পেজে এই স্ট্যাটাস দিয়েছেন ছোট পর্দার তারকা শবনম ফারিয়া। রবিবার সকালতার বাবা ডা. মীর আবদুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. রাজেউন)। গত ৮ জুলাই তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই চিকিৎ​সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে, আত্মীয়স্বজন আর অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় শান্তিনগর স্কয়ার পার্কে ডা. মীর আবদুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় মতলবে তার গ্রামের বাড়ি মান্দারতলীতে। এখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জানা গেছে, মীর আবদুল্লাহ ছিলেন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মেডিকেল কলেজে পড়ার সময় তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। এমএ/ ০৮:৩৮/ ১৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tXiAiq
July 17, 2017 at 02:38AM
16 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top