বিয়ানীবাজার থেকে ফেন্সিডিলসহ দুই জন গ্রেফতার।

সুরমা টাইমস ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারের চারখাই পয়েন্টে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ২জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সিলেট জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) জোন অফিসার ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলীর তত্ত্ববধানে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্ত্বে এএসআই তরুন মজুমদার, এএসআই বজলুর রহমান, এএসআই রহুল আমিন ও কনস্টেবল কামাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর দেড়টায় এ অভিজান পরিচালনা করেন।

আটককৃত আসামীরা হচ্ছে- গোলাপগঞ্জ উপজেলার সরস্বতি গ্রামের মৃত মস্তবিন আলীর ছেলে মো. মল্লিক মিয়া (৫০) এবং বিয়ানীবাজার উপজেলার পল্লীশাশন (মোহনপুর) গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুর রহিম (২২)।এসময় তাদের ব্যবহৃত ১টি প্রাইভেট কার যার জব্দ করা হয়। যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-খ-১১-০৭০৬।এই বিষয়ে এসআই মো. মিজানুর রহমান এর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে বিয়ানীবাজার থানায় মামলা রুজু প্রক্রিয়াধীণ। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uaZc1O

July 19, 2017 at 10:08PM
19 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top