ঢাকা, ২৩ জুলাই- ইদানিং ফেসবুক খুললেই ডিভোর্স বা আত্মহত্যা বা কারো মৃত্যু। ডিভোর্স বা মৃত্যু কষ্টকর হলেও মেনে নিতে হয়। কিন্তু আত্মহত্যা মেনে নেয়া যায় না। স্কুলে থাকতে আমার একবার রেজাল্ট খারাপ হয়েছিল। অনেকবার চিন্তা করেছিলাম, আত্মহত্যা করবো নাকি? ফ্যানের দিকে তাকাই। মনে হয়েছিলো, হয় ওড়না ছিঁড়ে যাবে যার ফলে পড়ে যেয়ে কোমর ভাঙবে। পরে দেখলাম এতো লম্বা আমি যে ঝুলা সম্ভব না। সত্যি কথা বলতে কী এত চিন্তা করতে করতে ভাবলাম এসব বাদ দিয়ে আবার পরের পরীক্ষার জন্য পড়া শুরু করি। আজকে ভাবি কী বোকামিই না ছিল চেতনায়। এটা করলে একটা উকিল বা মডেল হারাতেন। ডিভোর্স কি মিডিয়ার মানুষের শুধু হয়? আশপাশে তাকান, মিডিয়ার মানুষেরটা নিউজে পান। আর আশেপাশের মানুষেরটা খবর ঘরের মধ্যে পান। আমার কাছের কিছু মানুষের ডিভোর্স হয়েছে। ভালো পরিবার, শিক্ষিত। সবাই চুপ। কিন্তু মিডিয়ার মানুষের হলেই, যার বিয়ে তার খোঁজ নাই পার পড়শির ঘুম নাই। মৃত্যু, এখানেই বিজ্ঞানের মানুষের চির পরাজয় থাকবে। অসহায়ের মতো শুধু প্রিয় মানুষের চলে যাওয়া দেখা ছাড়া কিছু কখনোই করার থাকবে না। লেখক: মডেল ও অভিনেত্রী
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eFaiGT
July 23, 2017 at 08:20PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন