রাঁচি, ২২ জুলাই- সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হারের পর কোচ ইস্যুতে নানা সমালোচনার মুখে পড়েছে দেশটির ক্রিকেট বোর্ড। রবি শাস্ত্রীকে কোচ করা নিয়ে অধিনায়ক বিরাট কোহলিকে অনেক কথা শুনতে হয়েছে। এরই মধ্যে শ্রীলঙ্কা সফরে গেছে ভারতীয় দল। তবে কোহলি নন, এখন শিরোনামে মহেন্দ্র সিং ধোনি। দেশটিকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক এবার দোকান খুলেছেন। জানা গেছে, নিজ শহর রাঁচিতে খেলাধুলা সামগ্রীর একটি দোকান খুলে বসেছেন ধোনি। জন্ম ও জার্সির নম্বরের সঙ্গে মিলিয়ে ধোনি তাঁর দোকানের নাম রেখেছেন সেভেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন এই ইনিংসের খবর দেন ধোনি নিজেই। ক্যাপশনে লিখেছেন, আমার নিজ শহর রাঁচিতে সেভেন নামে দোকান শুরু করলাম। দোকানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর সময় বন্ধু ও ভক্তদের কাছ থেকে দারুণ ভালোবাসা পেয়েছি। দেশটির সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুধু খেলায় নয়, দৈনন্দিন জীবনেও এটি গুরুত্বপূর্ণ। আমি নিজেও ফুটবল, ব্যাডমিন্টন খেলি। তরুণদের উদ্দেশে বেশ কিছু পরামর্শও দেন ক্যাপ্টেন কুল। যে কোনো কাজে শতভাগ মনোযোগ দেওয়ার ওপর গুরুত্বরোপ করেন তিনি। ধোনি বলেন, আমি যখন কোনো কাজ করি, শতভাগ মন দিয়ে করি। তোমরা যারা পড়াশোনা করছো তারা শতভাগ মনোযোগ দাও। আর যারা খেলাধুলা করছো, সেখানেও সর্বোচ্চটাই দাও। সফলতা আসবেই। টেস্ট থেকে অবসর নেওয়ায় ধোনির হাতে এখন অখণ্ড সময়। ভারতীয় দল এখন শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচ খেলছে। ২৬ জুলাই গলে শুরু হবে প্রথম টেস্ট। তিন টেস্টের এই সিরিজের পর হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে খেলতে আগস্টের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কায় যাবেন ধোনি। আর/০৭:১৪/২২ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vKjVqO
July 22, 2017 at 02:24PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন