নয়াদিল্লি, ১৮ জুলাইঃ ১২ শতাংশ পড়ে গিয়ে নিফটি সূচকে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ল আইটিসি। সোমবার মধ্যরাত থেকে চাপল সিগেরেটের ওপর সেস। ফলে দাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
জিএসটি চালু হওয়ার পর সোমবার প্রথম বৈঠক হয় কাউন্সিলের। অর্থমন্ত্রী জানান, প্রথমে সিগারেটের ওপর ২৮ শতাংশ জিএসটি চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবারে তার ওপর আরও ৫ শতাংশ সেস চাপানো হল।
অরুণ জেটলি আরও জানান, সিগারেট থেকে প্রচুর পরিমাণে লাভ করে প্রস্তুতকারক সংস্থাগুলি। তা রুখতেই এই সিদ্ধান্ত। এর ফলে সরকারের কোষাগারে অতিরিক্ত ৫০০০ কোটি টাকা আসার সম্ভাবনা রয়েছে। দৈর্ঘ্য অনুপাতে লাগু হবে এই সেস।
ফিল্টারহীন সিগারেটের ক্ষেত্রে ৬৫ মিমি পর্যন্ত দৈর্ঘ্যযুক্ত প্রতিটি সিগারেটের দাম বাড়বে ৫০ পয়সা পর্যন্ত। ৬৫ থেকে ৮০ মিমি পর্যন্ত দৈর্ঘ্যযুক্ত প্রতিটি সিগারেটের দাম বাড়বে ৮০ পয়সা করে।
ফিল্টারযুক্ত ৬৫ মিমি পর্যন্ত প্রতিটি সিগারেটের দাম বাড়বে ৫০ পয়সা। ৬৫ থেকে ৭০ মিমি পর্যন্ত প্রতিটি সিগারেটের দাম বাড়বে ৬২ পয়সা। ৭০ থেকে ৭৫ মিমি পর্যন্ত প্রতিটি সিগারেটের দাম বাড়বে ৮০ পয়সা করে।
অন্যান্য শেয়ার মার্কেটের তুলনায় সবচেয়ে কম সূচকে দিনের শুরু করল এশিয়ার শেয়ার মার্কেট। নিফটি সূচক ৯৮০০ পয়েন্ট থেকে নেমে ৯,৭৯২.৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। যার ফলে আজ ৪৫০০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়ল ভারতের স্টক মার্কেট।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vcIyNq
July 18, 2017 at 12:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন