মুম্বাই, ১১ জুলাই- দিনভর নাটক শেষে রাতে অবশেষে রবি শাস্ত্রীতেই সিলমোহর বিসিসিআইয়ের। নতুন কোচ হিসেবে শাস্ত্রীর নামই ঘোষণা বিসিসিআইয়ের। আগামি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিরাটদের দায়িত্বে শাস্ত্রী। তবে বিরাটদের দায়িত্বে দ্বিতীয় ইনিংসের পথটা যে রবি শাস্ত্রীর ফুল বিছানো নয়, তা সহকারী কোচ নির্বাচনে স্পষ্ট। বোলিং কোচ হিসেবে জাহির খান ও বিদেশে ব্যাটিং পরামর্শদাতা (পড়তে হবে কোচ) হিসেবে রাহুল দ্রাবিড়কে জুড়ে দেওয়া হল শাস্ত্রীর সঙ্গে। কিন্তু তার আগে কোচের নাম ঘোষণাকে ঘিরে দিনভর নাটক চলল। মঙ্গলবার দিনকে চারভাগে ভাগ করলে কোচ নিয়ে একেবারে চার দফা নাটক। প্রথমে সকালে বোর্ডের প্রশাসক কমিটি বোর্ডের মাধ্যমে সৌরভদের অ্যাডভাইসারি কমিটিকে নির্দেশ দেয় মঙ্গলবার কোচের নাম ঘোষণার। এরপর দুপুরে হঠাৎই গুঞ্জন ভারতীয় দলের কোচ হচ্ছেন রবি শাস্ত্রী। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যে শেষ পর্যন্ত সাংবাদিক বৈঠক করে এটিকে ভুল খবর বলে জানাতে বাধ্য হন বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী। কিছুক্ষণ পর সন্ধেয় কলকাতায় ফিরে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, এখনও কোচ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। রাতে অবশেষে রবি শাস্ত্রীর নাম ঘোষণা বিসিসিআইয়ের দায়িত্বপ্রাপ্ত সভাপতি সিকে খন্নার। তিনি বলেন, ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সুপারিশ মেনে রবী শাস্ত্রীকেই কোচ হিসেবে নিয়োগ করা হচ্ছে। এছাড়া, ২০১৯ সাল পর্যন্ত জাহির খানকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হল। তিনি যোগ করেন, বিদেশ সফরে দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে যুক্ত হবেন রাহুল দ্রাবিড়। বিশেষ করে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে। বোর্ডের উচ্চপর্যায়ের সূত্রের মতে, শাস্ত্রীকে নিয়ে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনে কিছুটা অনিচ্ছা ছিল। সৌরভ হলেন বোর্ডের তিন-সদস্যের ক্রিকেট পরামর্শদাতা কমিটির অন্যতম, যার অন্য দুজন হলেন সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ। জানা গিয়েছে, সচিনই সৌরভকে বোঝান দলের ইচ্ছা অনুযায়ী, শাস্ত্রীকে কোচ হিসেবে নিয়োগ করতে। তবে বিরাটের পছন্দের প্রার্থীকে কোচ হিসেবে আসীন করার পাশাপাশি জুড়ে দেওয়া হল জাহির খান ও রাহুল দ্রাবিড়কে। যা দেখে ক্রিকেট মহলের মত, এক ঢিলে দুই পাখিই তো মারল সৌরভদের পরামর্শদাতা কমিটি। কারণ, বিরাটদের পছন্দের শাস্ত্রীকেই দায়িত্ব দেওয়া হল। সঙ্গে দুটি হেভিওয়েট নাম জুড়ে দিয়ে শাস্ত্রীকেই তো ঘুরিয়ে চাপে ফেলে দেওয়া। বিশেষজ্ঞদের মতে, সিদ্ধান্ত নিতে এখন আর রবি একাই নিতে পারবেন না। জাহির-দ্রাবিড়ের পরামর্শ তাকে নিতেই হবে। শুধু তাই নয়, আগামি দেড় বছর বেশির ভাগই বিদেশের মাটিতে খেলবে ভারত। ফলে রাহুলের পরামর্শকে গুরুত্ব দিতেই হবে রবি শাস্ত্রীকে। অর্থাৎ কাঁটা বিছানো পথেই যে বিরাটদের সংসারে কামব্যাক হল রবি শাস্ত্রীর।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uaPCfq
July 12, 2017 at 06:51AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন