সুরমা টাইমস ডেস্ক: জাতীয় সংসদে দেশের ১০০ শীর্ষ ঋণখেলাপি ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার জাতীয় সংসদে মুহিবুর রহমান মানিকের (সুনামগঞ্জ-৫) প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এর আগে বিকেল ৫টা ২১ মিনিটে সংসদের কার্যক্রম শুরু হয়।
মন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) ডাটাবেজ রক্ষিত ২০১৭ সালের এপ্রিল মাস ভিত্তিক ঋণতথ্যের ভিত্তিতে বাংলাদেশ কার্যরত তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১১ হাজার ৩৪৭ কোটি টাকা। খেলাপি ঋণের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের শীর্ষ ১০০ ঋণখেলাপির তালিকা তুলে ধরেন তিনি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uaOmdo
July 11, 2017 at 12:23AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন