শিলিগুড়ি, ৭ জুলাইঃ বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে সিকিম নম্বরের একটি গাড়িতে পণ্য বোঝাই করার সময় একদল যুবক বাধা দিলে উত্তেজনা ছড়ায়। অভিযোগ গাড়িটি ভাঙচুরও করা হয়। বিক্ষোভকারীদের দু-জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। গাড়িটিকেও থানায় নিয়ে আসা হয়। রেগুলেটেড মার্কেটে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার রাত দশটা নাগাদ সিকিম নম্বরের গাড়িটিতে ওযুধের পেটির পিছনে আলু-পেঁয়াজ বোঝাই করা হচ্ছিল রেগুলেটেড মার্কেটে। সেই সময় শ-দেড়েক যুবক সেখানে হাজির হয়ে গাড়িটি ঘিরে ফেলে। খবর পেয়ে সহকারী পুলিশ কমিশনার অচিন্ত্য গুপ্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। দু-জনকে আটক করে থানায় নিয়ে আসা হলে বিক্ষোভকারীরাও থানা ঘেরাও করে। থানার সামনে স্লোগান দেওয়া শুরু হয়। রাত দুটো নাগাদ পুলিশ দু-জনকে ছেড়ে দিলে বিক্ষোভ থেমে যায়।
শুক্রবার সকাল থেকে অবশ্য রেগুলেটেড মার্কেটে স্বাভাবিকভাবেই কেনাবেচা হয়েছে।
ছবিঃ প্রধাননগর থানার সামনে বিক্ষোভকারীরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2twE8Rc
July 07, 2017 at 10:42AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন