নিউ ইয়র্ক, ১৭ জুলাই- নিউ ইয়র্কে এ বছরের আইফার সঞ্চালক ছিলেন সাইফ আলী খান, বরুণ ধাওয়ান ও করণ জোহর। তিনজনেরই বলিউডে পা রাখা বাবা মায়ের সূত্রে। হাসিঠাট্টার ছলে সেই প্রসঙ্গই টেনে তুললেন তারা। বরুণ ঢিসুমের জন্য কমিক রোলে সেরা অভিনেতার পুরস্কার পেলেন। তা নিয়ে সাইফ বললেন, তুমি আজ এখানে তোমার বাবা বরুণ ধাওয়ানের জন্য। সঙ্গে সঙ্গে বরুণের জবাব, আর তুমি এখানে তোমার মা শর্মিলা ঠাকুরের জন্য। নাক গলালেন করণ জোহরও। তিনিও বললেন, বাবা যশ জোহর না থাকলে তিনিও এই জায়গায় আসতে পারতেন না। আলোচনাটা যেন এখানেই শেষ না হয় তা নিশ্চিত করেন সাইফ, বরুণ ও করণ। কাভি খুশি কাভি গমের বোলে চুড়িয়া বোলে কঙ্গনা গানটি গেয়ে ওঠেন সাইফ ও বরুণ। তাতে আবার করণের উক্তি, কঙ্গনা মুখ না খুললেই ভালো, কঙ্গনা নেহি বোলে তো হি আচ্ছা হ্যায়। কফি উইথ করণে কঙ্গনা করণ জোহরকে পরিষ্কার বলেন, তিনি বলিউডে স্বজনপোষণের ধারক বাহক। গতকালের ঘটনায় পরিষ্কার, করণ ও বলিউডের অন্যান্য ফিল্মি পরিবারের সে জন্য কঙ্গনার ওপর রাগ এখনও কমেনি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v9WnfM
July 18, 2017 at 02:19AM
17 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top