বার্সেলোনা, ২৩ জুলাই- নেইমার বার্সেলোনা ছেড়ে চলে যাবেন কি না, সেই আলোচনাতেই মুখর হয়ে আছে ইউরোপের ফুটবল অঙ্গন। এরই মধ্যে নিজের গুরুত্বটা আরো ভালো করে বুঝিয়ে দিলেন ব্রাজিলিয়ান এই তারকা। মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচে জুভেন্টাসকে প্রায় একাই হারিয়ে দিলেন নেইমার। করলেন জোড়া গোল। বার্সেলোনাও পেল ২-১ গোলের জয়। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের কাছে হেরেই শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়েছিল বার্সার। প্রীতি প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে সেই হারের প্রতিশোধটাই যেন নিয়েছে কাতালানরা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে শুরুতেই জ্বলে উঠেছিলেন নেইমার। প্রথমার্ধের ১৫ ও ২৬ মিনিটে করেছিলেন দুটি গোল। বার্সেলোনাকে বসিয়ে দিয়েছিলেন চালকের আসনে। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে একটি গোল শোধ করতে পেরেছিল জুভেন্টাস। বার্সার জালে বল জড়িয়েছিলেন জর্জিও কিয়েলিনি। পরে আর গোলের দেখা পায়নি কোনো দলই। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। মৌসুমের শুরুতেই জোড়া গোল করলেও বার্সেলোনায় নেইমার সত্যিই থাকবেন কি না, তা নিয়ে চলছে ঘোর সংশয়। তাঁকে পাওয়ার জন্য ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়তেও রাজি ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন। নেইমারও নাকি ঘনিষ্ঠ সতীর্থদের জানিয়ে দিয়েছেন, তিনি পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। স্প্যানিশ মিডিয়ার দাবি, নেইমারের বাবা ও তাঁর এজেন্ট এরই মধ্যে ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন। আর এ চুক্তির পেছনে সবচেয়ে বড় অবদান নাকি পিএসজির অধিনায়ক ও ব্রাজিলের তারকা ডিফেন্ডার থিয়েগো সিলভার। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচগুলোতে অবশ্য বার্সেলোনার জার্সি গায়েই দেখা যাবে নেইমারকে। আগামী ২৬ জুলাই বার্সেলোনা খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। আর ৩০ জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালানরা। দুই ম্যাচেই খেলার কথা আছে নেইমারের। এমএ/ ১০:৪২/ ২৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2unSjIJ
July 23, 2017 at 04:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top