ভারতবর্ষকে বিজেপি মুক্ত করুন, বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২১ জুলাইঃ ‘বাংলার মানুষ জোট বেঁধে তৈরি হয়ে ভারতবর্ষকে বিজেপি মুক্ত করুন’। আজ ধর্মতলায় অনুষ্ঠিত শহীদ দিবসের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চড়া সুরে বিজেপি-কে আক্রমণ করার পাশাপাশি বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়-

  • বিরোধীরা রাজ্যে চক্রান্ত চালাচ্ছে। সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। আমরা তা হতে দেব না।
  • বাংলাকে ঘিরে রয়েছে সিকিম-ভূটান-চিন-বাংলাদেশ সীমান্ত।
  • শত্রুতার হাত থেকে দেশকে বাঁচাতে হবে। দেশ বিপদে পড়লে তৃণমূল কংগ্রেস রক্ত দিয়ে দেশকে রক্ষা করবে। দেশের জন্য আমরা লড়ব এবং জিতব। এটাই আমাদের চ্যালেঞ্জ।
  • বিরোধীদের মধ্যে কানাঘুঁষো চলছে। কেউ গুজব রটাতে এলে তার প্রতিবাদ করবেন। কাউকে হিংসা ছড়াতে দেব না।
  • ইন্টারভিউর নামে হাতে টাকা গুঁজে ছবি তোলা হচ্ছে। পরিকল্পনা করে আমাদের নেতাদের ফাঁসানো হয়েছে।
  • জিএসটি-র ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।
  • লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে নোটবাতিলকে কেন্দ্র করে। নোটবন্দি থেকে দেশবন্দি এখনও পর্যন্ত কেউ কিছু হিসাব জানল না।
  • গো-রক্ষকদের নামে গো-রাক্ষস তৈরি হচ্ছে।
  • এ রাজ্যে সকলেই নিরাপদ।
  • ৭ আগস্ট রাখির দিন সম্প্রীতি অনুষ্ঠান পালন করা হবে।
  • ৯ আগস্ট থেকে শুরু হবে বিজেপি ভারতছাড়ো কর্মসূচি।
  • ৯-৩০ আগস্ট পর্যন্ত ব্লকে ব্লকে মিটিং করা হবে।
  • ২০১৯-এ হবে বড়দার বিদায়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2twCDWw

July 21, 2017 at 09:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top