কলকাতা, ২১ জুলাইঃ ‘বাংলার মানুষ জোট বেঁধে তৈরি হয়ে ভারতবর্ষকে বিজেপি মুক্ত করুন’। আজ ধর্মতলায় অনুষ্ঠিত শহীদ দিবসের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চড়া সুরে বিজেপি-কে আক্রমণ করার পাশাপাশি বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়-
- বিরোধীরা রাজ্যে চক্রান্ত চালাচ্ছে। সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। আমরা তা হতে দেব না।
- বাংলাকে ঘিরে রয়েছে সিকিম-ভূটান-চিন-বাংলাদেশ সীমান্ত।
- শত্রুতার হাত থেকে দেশকে বাঁচাতে হবে। দেশ বিপদে পড়লে তৃণমূল কংগ্রেস রক্ত দিয়ে দেশকে রক্ষা করবে। দেশের জন্য আমরা লড়ব এবং জিতব। এটাই আমাদের চ্যালেঞ্জ।
- বিরোধীদের মধ্যে কানাঘুঁষো চলছে। কেউ গুজব রটাতে এলে তার প্রতিবাদ করবেন। কাউকে হিংসা ছড়াতে দেব না।
- ইন্টারভিউর নামে হাতে টাকা গুঁজে ছবি তোলা হচ্ছে। পরিকল্পনা করে আমাদের নেতাদের ফাঁসানো হয়েছে।
- জিএসটি-র ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।
- লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে নোটবাতিলকে কেন্দ্র করে। নোটবন্দি থেকে দেশবন্দি এখনও পর্যন্ত কেউ কিছু হিসাব জানল না।
- গো-রক্ষকদের নামে গো-রাক্ষস তৈরি হচ্ছে।
- এ রাজ্যে সকলেই নিরাপদ।
- ৭ আগস্ট রাখির দিন সম্প্রীতি অনুষ্ঠান পালন করা হবে।
- ৯ আগস্ট থেকে শুরু হবে বিজেপি ভারতছাড়ো কর্মসূচি।
- ৯-৩০ আগস্ট পর্যন্ত ব্লকে ব্লকে মিটিং করা হবে।
- ২০১৯-এ হবে বড়দার বিদায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2twCDWw
July 21, 2017 at 09:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন