নয়াদিল্লী, ১০ জুলাই- অনিল কুম্বলের পদত্যাগ করার পর নতুন কোচের সন্ধানে নামে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর ১০ জনের মতো প্রার্থী কোচ হওয়ার জন্য আবেদন করেন। সেখান থেকে শটলিস্ট করে ৬ জনকে বাছাই করে আজ সোমবার সাক্ষাৎকার নেওয়া হবে। কোহলিদের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রবি শাস্ত্রী, বীরেন্দ শেবাগ ও টম মুডি। এই তিনজনসহ আরও ৩ জনকে সাক্ষাৎকার নিবেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণ মতো তারকাকে নিয়ে গড়া দেশটির ক্রিকেট উপদেষ্টা কমিটি। ভারতীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধান্তটা জানা যাবে, কাকে তারা কুম্বলের উত্তরসূচি নির্বাচিত করেছেন। তবে সে পর্যন্ত একটা টানটান উত্তেজনা থাকছেই। ক্রিকেট বিশ্লেষক বরিয়া মজুমদার বলেন, বর্তমানে যে অবস্থা সেক্ষেত্রে তিনজন তারকার মধ্যে রবি শাস্ত্রী এবং বীরেন্দ্র শেবাগই কোচ হওয়ার দৌড়ে বেশি এগিয়ে। কারণ এরা ভারতীয়। ভারতীয় হিসেবে ভারতীয় খেলোয়াড়দের মানসিকতা তারা একটু হলেও বেশি বুঝবেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t4xxeS
July 10, 2017 at 10:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top