ঢাকা, ২২ জুলাই- দেশের অন্যতম সংগীত পরিচালক, মাইলস ব্যান্ডের কিবোর্ডিস্ট মানাম আহমেদের বড় ছেলে জাহিন আহমেদ আত্মহত্যা করেছেন। জাহিন আহমেদ বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ম্যাকানিক্স-এর গিটারিস্ট ছিলেন। আজ শনিবার বিকালে ধানমন্ডিতে নিজের বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন জাহিন। মেকানিক্স ব্যান্ডের বুকিং এজেন্ট মিঠুন হাসান ও ব্যান্ডের ভোকাল ত্রিদিব জাহিনের আত্মহত্যার খবর নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত তার আত্মহত্যার কারণ জানা যায়নি। জানা গেছে, জাহিন আহমেদ আজ শনিবার আনুমানিক বেলা তিনটা নাগাদ ধানমণ্ডির নিজ বাসায় আত্মহত্যা করেন। এরপর ৩টা ৩৫ মিনিট নাগাদ পরিবারের সদস্যরা তাকে ল্যাব এইড হাসপাতালে নিয়ে আসেন। এরপর হাসপাতালের জরুরি বিভাগ প্রয়োজনীয় চেকআপ শেষে বিকেল ৪টা ৪০ মিনিট নাগাদ জাহিনকে মৃত ঘোষণা করে। এদিকে ল্যাবএইড হাসপাতালের করপোরেট কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেনিন বলেন, জাহিন আহমেদ আত্মহত্যা করেছেন। তার গলায় দড়ি দিয়ে ফাঁস নেওয়ার চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি ধানমন্ডি থানা সুরতহাল করেছে। অন্যদিকে জাহিনের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ঢাকা মেডিকেল কলেজে ময়না তদন্ত শেষে রবিবার বাদ জোহর মোহাম্মদপুর কবরস্থানে জাহিনের মরদেহ দাফন করা হবে। এআর/২১:৫০/২২ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uLrRLo
July 23, 2017 at 03:47AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন