অ্যান্টিগা, ৩ জুলাইঃ টার্গেট ছিল মাত্র ১৮৯। বিপক্ষের নাম ওয়েস্ট ইন্ডিজ, যারা বর্তমানে ধারে-ভারে পিছনের সারির দল। সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই রবিবার চতুর্থ ওয়ান ডে ম্যাচে ১১ রানে হেরে গেল ভারত। শেষ ৫ উইকেট পড়ল মাত্র ১৯ রানে। আগের দিনই নিজেকে ওয়াইনের সঙ্গে তুলনা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর রবিবার ভারতের হারে ভিলেন তিনিই। মূলত তাঁর অতি মন্থর ব্যাটিংয়ের জেরেই ম্যাচ হারতে হল ভারতকে। ব্যক্তিগত ৫৪ রান করতে ধোনি খরচ করলেন ১১৪ বল। অথচ দিনের শুরুটা হয়েছিল একেবারেই অন্যভাবে। ফের একবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। যদিও তাতে লাভ কিছুই হয়নি। আগের দুটি ম্যাচের মতোই এদিনও ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপে ছড়ি ঘোরান ভারতীয় বোলাররা। উমেশ যাদব ও হার্দিক পান্ডিয়া ৩টি করে ও কুলদীপ যাদব দুটি উইকেট পান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বলার মতো রান শুধু এভিন লুইস ও কাইল হোপের (দুজনেই ৩৫)। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ান (), বিরাট কোহলি ও দীনেশ কার্তিকের () উইকেট হারায় ভারত। তারপর অজিঙ্কা রাহানে () ও ধোনি হাল ধরার চেষ্টা করেন। কিন্তু রাহানে আউট হওয়ার পর থেকেই শুরু হয় বিপর্যয়। একদিকে স্লো ব্যাটিং, অন্যদিকে উইকেট হারানো সব মিলিয়ে ১৭৮ রানেই আটকে যায় ভারত। ৫ উইকেট নিয়ে ম্যাচের নায়ক ক্যারিবিয়ান অধিনায়ক হোল্ডার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uALwKI
July 03, 2017 at 12:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন