ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ● ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা-গোপালনগর সড়কের বেহাল দশা। খানাখন্দক আর বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত হওয়ায় এ সড়ক দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ’কে। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থাসহ জনজীবন ঝুকিপূর্ণ। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এখন মরনফাঁদে পরিণত হয়েছে। প্রায় সময়ই যাত্রীবাহী সি এন জি ও অটোরিক্সা বিকল হয়ে পড়ছে এই সড়কে। ছোট-বড় দুর্ঘটনার কবলে পড়ছেন জনসাধারণ। এছাড়াও বৃষ্টি হলে সড়কের ছোট-বড় গর্তগুলো পানিতে ভরে যায় এবং সড়টির পাশদিয়ে খাল ও বিভন্ন স্থানে ছোট বড় ডোবা থাকায় সড়কের অনেক স্থানে দু’পাশ ভেঙ্গে সরু হয়ে আসে। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসী এসব দুর্ঘটনার জন্য সড়কের বেহাল দশাকে দায়ী করছেন। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করা একান্ত প্রয়োজন। তা নাহলে কিছুদিন পর সড়কটির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সড়কটি দ্রুত সংস্কারের দাবি করেছেন ঐ এলাকার ভুক্তভোগী জনসাধারন।
The post ব্রাহ্মণপাড়ার টাটেরা গোপালনগর সড়কের বেহাল দশা appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2u7WVoP
July 12, 2017 at 03:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন