শাবি প্রতিনিধি :: কক্ষ ভাংচুরের ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির চার কর্মীকে বহিস্কার করেছে হল প্রশাসন। তারা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারী।গত ২২ জুলাই স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সময় শাহপরান হলে ইমরান খান নিয়ন্ত্রিত বেশ কয়েকটি রুম ভাংচুর করেন সবুজের কর্মীরা।
এ ঘটনায় পাঁচজনকে শোকজ করে হল প্রশাসন। এর মধ্যে চারজন জড়িত থাকার বিষয় স্বীকার করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান শাহপরান হল প্রভোষ্ট শাহেদুল হোসাইন।
বহিস্কৃত চারজন হলেন বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বাসির মিয়া এবং সিভিল অ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মুনকির আহমেদ, তন্ময় কাজী ও মেহের উদ্দিন হিমেল।
হল প্রভোষ্ট শাহেদুল হোসাইন জানান, হলের রুম ভাংচুরের অপরাধে তাদেরকে হল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা হলে অবস্থান করতে পারবেন না।
গত ২২ জুলাই সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত চারজন আহত হন। আহতরা সবাই ইমরান খানের অনুসারী।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tFxpUx
July 27, 2017 at 06:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন