কুমিল্লার সাত বিদেশির চারজনই পাকিস্তানি

নিজস্ব প্রতিবেদক ● বিপিএলের পঞ্চম আসরকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াডই গঠন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইতোমধ্যেই বাংলাদেশের তিন খেলোয়াড়ের পাশাপাশি সাত বিদেশি খেলোয়াড়কে নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি। মজার ব্যাপার হলো- কুমিল্লার সাত বিদেশির চারজনই পাকিস্তানি।

গত মৌসুমে মাশরাফি বিন মুর্তজা আইকন খেলোয়াড় হিসেবে কুমিল্লাকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার নতুন ঠিকানায় যাচ্ছেন ম্যাশ। তার জায়গায় তামিম ইকবালকে আইকন খেলোয়াড় হিসেবে দলভুক্ত করেছে নাফিসা কামালের দল।

তামিম ইকবাল ছাড়াও আরো দুই বাংলাদেশি খেলোয়াড়কে নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা হলেন- ইমরুল কায়েস এবং লিটন দাস। গত মৌসুমেও এই দুজন কুমিল্লার হয়ে খেলেছিলেন। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে বিপিএলের পঞ্চম আসর শুরু হবে।

গত মৌসুমে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী এবার কুমিল্লার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকও চিটাগং ছেড়ে কুমিল্লায় যোগ দিয়েছেন। কুমিল্লার অপর তিন পাকিস্তানি খেলোয়াড় হলেন- হাসান আলি, ফাহিম আশরাফ ও ইমরান খান জুনিয়র। এছাড়া কুমিল্লার হয়ে চুক্তিবদ্ধ হওয়া বিদেশি খেলোয়াড়রা হলেন- কলিন মুনরো, অ্যাঞ্জেলো ম্যাথুজ। অবশ্য নিলাম পর্বে দেশি এবং বিদেশি খেলোয়াড়দের সংখ্যা বৃদ্ধি করার সুযোগ পাবে কুমিল্লা।

The post কুমিল্লার সাত বিদেশির চারজনই পাকিস্তানি appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2uERxtY

July 18, 2017 at 08:14PM
18 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top