হোমনায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

হোমনা প্রতিনিধি ● হোমনায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা সদরে ফলদ বৃক্ষমেলা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিশেষে শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য মো. আমির হোসেন ভূঁইয়া এ মেলার উদ্বোধন করেন। ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই’ শীর্ষক আলোচনা সভাায় সভাপতিত্ব করেন ইউএনও কাজী শহিদুল ইসলাম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহামন আবুল, মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো. মোশাররফ হোসেন ও ডেপুটি কমান্ডার মো. আবুল কাশেম প্রধান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী।

মেলায় দ্রুত সময়ে ফলদায়ক নানা প্রজাতির ফলের চারা, রক্ষণবেক্ষণ ও চাষাবাদ পদ্ধতির উপকরণ নিয়ে মোট ০৬ স্টল স্থাপন করা হয়।

The post হোমনায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2vWyfNo

July 25, 2017 at 06:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top