কলকাতা, ২২ জুলাইঃ ট্রেনের খাবারের মান নিয়ে বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে রেল কর্তৃপক্ষকে। তবে এবার অভিযোগটা খাবার থেকে একটু সরে গিয়ে দাঁড়াল ট্রেনের জলের মানের ওপর। সম্প্রতি ক্যাগ-এর একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে, ট্রেনের জল মোটেই স্বাস্থ্যসম্মত নয়। প্রতিদিন ভারতে লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন ট্রেনে। ক্যাগের সঙ্গে যৌথভাবে রেল ৭৪টি রেল স্টেশন ও ৮০টি ট্রেনে সমীক্ষা চালিয়ে দেখেছে, ৭৫ শতাংশ যাত্রীই খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে খুশি নন। পানীয় জলের অবস্থাও সুবিধাজনক নয়। প্যানট্রি কার নিয়েও উঠছে প্রশ্ন। ক্যাগের পেশ করা রিপোর্ট নিয়ে উদ্বিগ্ন সাংসদেরা। এখন রেল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নে সেটাই দেখার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vLarMi
July 22, 2017 at 05:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন