ঢাকা, ০৫ জুলাই- এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। অনূর্ধ্ব-১৬ নারী দলকে বিভিন্ন দেশে সফরে পাঠিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যে কৃষ্ণা- স্বপ্নারা জাপান, সিঙ্গাপুর ও চীন সফর করে এসেছেন। এরই ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়া সফরে যাবেন বাংলাদেশি প্রমীলারা। নয় জুলাই রোববার দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল। এই সফরে কোরিয়া অনূর্ধ্ব-১৬ দল, দুটি স্কুল দল ও একটি মহিলা ফুটবল ক্লাবের সঙ্গে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। কৃষ্ণারা অনুশীলন করবেন পাজু ন্যাশনাল ফুটবল সেন্টারে। দক্ষিণ কোরিয়া সফরের পর আগস্টের শেষ সপ্তাহে এই দলকে পাঠানো হবে ভিয়েতনামে। সেখান থেকে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে বাংলাদেশ দল। আসছে ১০ সেপ্টেম্বর থাইল্যান্ডের চুনবুরিতে শুরু হবে নারী ফুটবলের এই টুর্নামেন্ট। থাইল্যান্ডে চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়া। এই প্রতিযোগিতা আগামী বছর অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেরও বাছাইপর্ব। থাইল্যান্ড থেকে সেরা তিনটি দল খেলার সুযোগ পাবে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2spfMYj
July 05, 2017 at 11:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top