ঢাকা, ০২ জুলাই- সব প্রতিক্ষার অবসান ঘটিয়ে টাইগারদের বিপক্ষে দুইটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। সফরে আসার আগে যে ডারউইনে ক্যাম্প করবে অস্ট্রেলিয়া, সেখানে ১৬ সদস্যের হাই পারফরম্যান্স (এইচপি) দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ। গতকাল রাত ১০টা ৫৫ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ে দলটি। ডারউইনে রাজ্য দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ খেলবে আবু হায়দার রনি, লিটন দাসরা। ১৬ সদস্যের দলে শেষ মুহূর্তে ডাক পেয়েছেন পেসার হান্টের আবিষ্কার ইবাদত হোসেন চৌধুরী। দলে রয়েছেন দুই লেগস্পিনার- জুবায়ের হোসেন লিখন ও তানবীর হায়দার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ২৯ সদস্যের স্কোয়াডের মধ্যে এইচপি দলে আছেন লিটন দাস, এনামুল হক বিজয়, আবুল হাসান রাজু, তানবীর হায়দার ও মোহাম্মদ সাইফউদ্দিন। এইচপি দল: এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মেহেদী মারুফ, ইমতিয়াজ হোসেন তান্না, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত, তাসামুল হক, ইরফান শুক্কুর, জুবায়ের হোসেন লিখন, তানবির হায়দার খান, আবুল হাসান রাজু, ইয়াসির আলী চৌধুরী, ইবাদত হোসেন চৌধুরী, নিহাদুজ্জামান ও মোহাম্মদ সাইফউদ্দিন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2suZbGG
July 02, 2017 at 09:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top