ধূপগুড়িতে লড়াইয়ে রইল তৃণমূলেরই বিক্ষুব্ধরা

জলপাইগুড়ি, ২৭ জুলাইঃ মনোনয়নপত্র তুলে না নিয়ে তৃণমূলের প্রার্থীদের বিরুদ্ধে নিজেদের বিপ্লব বজায় রাখল তৃণমূলেরই বিক্ষুব্ধ গোষ্ঠীর দুই নির্দল প্রার্থী। বৃহস্পতিবার ছিল মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন। এদিন বেলা তিনটে পর্যন্ত ১২ নম্বর ওয়ার্ডের জগদীশ রায় এবং ১৫ নম্বর ওয়ার্ডের মেনকা রায় এই দুই নির্দল প্রার্থী কেউই মনোনয়ন প্রত্যাহার করেনি। অবশেষে এদিন তিনটের পর এই দুই নির্দল প্রার্থীকেই উদীয়মান সূর্য প্রতীক হিসেবে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। শুক্রবার থেকেই দুই নির্দল প্রার্থী নিজেদের প্রতীক নিয়ে প্রচারে নামবেন বলে জানা গিয়েছে।

অপরদিকে দলেরই কর্মীদের একটা অংশ এই দুই ওয়ার্ডের নির্দল প্রার্থীদের পেছনে থেকে যাওয়াতে কিছুটা হলেও চাপে পড়তে হয়েছে দলীয় নেতৃত্বকে। যদিও ধূপগুড়ি শহর ব্লক সভাপতি গোপাল মুখার্জি স্পষ্ট জানান, নির্দল দাঁড়ানোতেও তাদের কোনো চাপের বিষয় নেই। কারণ মানুষ বিগত পাঁচ বছরের উন্নয়ন দেখেই তৃণমূলের প্রতীকেই ভোট দেবেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2v2WbkE

July 27, 2017 at 11:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top