নয়া দিল্লি, ০৩ জুলাই- এখন বিরাট কোহলির ইচ্ছাটা পূরণ হওয়ার পথ প্রশস্ত হতেই পারে। আগের ম্যাচে ৭৯ বলে ৭৮ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন এমএস ধোনি। তারপর বলেছিলেন, বয়স বাড়ার সাথে খেলার মান বাড়ছে কারণ তিনি পুরনো মদের মতো। সময়ের সাথে তেজ বাড়ে। কিন্তু পরের ম্যাচেই উল্টো চিত্র। বলা হচ্ছে, সেই পুরনো মদ ধোনিতেই অ্যান্টিগায় ডুবেছে ভারত। ১৯০ রানের লক্ষ্যে ছুটেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডেটা জিততে পারেনি কোহলির দল। ১১ রানে হেরেছে। কোহলি বলেছেন, তাদের ব্যাটসম্যানদের শট সিলেকশন এই ম্যাচে ডোবালো বলে ৫ ম্যাচের সিরিজের প্রথম জয় তুলে নিতে পারলো স্বাগতিকরা। বোলাররা তো জয়ের পথই করে দিয়েছিলেন। ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার সরাসরি বলেছেন, ব্যাটসম্যানরা ডুবিয়েছেন। তাদের কেউ নির্দিষ্ট করে বলেননি, ধোনি ডুবিয়েছেন। কিন্তু আসলে তো ঘটনা তাই বলছেন সবাই। ফিফটি করেছেন ধোনি। কিন্তু সেটি ১০৮ বলে। ১১৪ বলে খেলেছেন ৫৪ রানের ইনিংস। যেখানে চারের মার একটি মাত্র। স্ট্রাইক রেট ৪৭.৩৬। আর ধোনির ফিফটিটা গত ১৬ বছরে ভারতের সবচেয়ে মন্থর। সেটি আবার ভারতের ইতিহাসেরই দ্বিতীয় মন্থরতম ফিফটি। ১৯৯৯ সালের কথা। সদাগোপন রমেশ কেনিয়ার বিপক্ষে ১১৭ বলে ফিফটি করেছিলেন। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এতোদিন দ্বিতীয় স্থানে ছিলেন ১০৫ বলের ফিফটি নিয়ে। সেটি তিনি ২০০৫ সালে করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। ধোনি বরাবর মারমার কাটকাট ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। চাপের মুখে খেলার হাল ধরে রাখতে জানেন। খেলা শেষ করে দেন এক ছক্কা হাঁকিয়ে। ক্যারিয়ারে যেমনটা তিনি করেছেন ৯ বার। কিন্তু রোববার হলো না। শেষ দুই ওভারে ১৬ রান দরকার ছিল জয়ের জন্য। ঠাণ্ডা মাথার ধোনি ক্রিজে বলে জয়ের কথাই ভেবেছে ভারত। কিন্তু এই ম্যাচের হিরো ক্যারিবিয়ান অধিনায়ক জ্যাসন হোল্ডার। ৪৯তম ওভারের শেষ বলে ধোনি আউট হয়ে গেলেন। শেষ ওভারে ১৪ রান আর করা হয় না ভারতের। হোল্ডার ২ উইকেট নিয়ে খেলা শেষ করে দেন। সিরিজ হয় ২-১। সিরিজ জিততে শেষ ম্যাচটা জিততেই হবে ভারতকে। ক্যারিবিয়ানরা জিতলে সিরিজে আসবে সমতা। শোনা যায়, কোহলি ২০১৯ বিশ্বকাপের ভারত দলে ধোনিকে চান না। ইদানিং নাকি তিনি ধোনিকে মূল একাদশ থেকেই বাদ দেওয়ার চেষ্টায় আছেন। ধোনি নিজেই তো জীবনের মন্থরতম ইনিংসটা খেলে কোহলিকে সুবিধা করে দিলেন। এআর/১৫:৪০/০৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2si19Wz
July 03, 2017 at 09:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top