মুম্বাই, ০৪ জুলাই- মনিতেই রণবীর কাপূরের সঙ্গে সোনম কাপূরের সম্পর্কটা টকঝাল! তার উপর সম্প্রতি রণবীর এমন একটা কথা বলেছেন, যাতে বেজায় রেগে গিয়েছেন সোনম! জগ্গা জাসুসএর প্রচারের জন্য আপাতত নাওয়া-খাওয়া ভুলে বিভিন্ন দিকে ছুটছেন রণবীর আর ক্যাটরিনা। তার ফাঁকেই রণবীর যখনই পারছেন, ক্যাটরিনাকে খুশি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেটা করতে গিয়েই এবার একটু গোলমাল করে ফেলেছেন তিনি। এক সাক্ষাৎকারে ক্যাটরিনার ফ্যাশন সেন্স সম্পর্কে কথা বলতে গিয়ে হঠাৎ বলে বসলেন, ভারতে অন্যদের চেয়ে ফ্যাশন-বোধে অনেকটাই এগিয়ে ক্যাটরিনা। লোকে নামও জানে না, এমন সব ব্র্যান্ড খুঁজে বার করে ও। সেগুলো জনপ্রিয় হওয়ার বেশ কয়েক মাস আগেই পরে ফেলে। সেই জন্যই বোধহয় লোকে সোনম কাপূরের ফ্যাশন সেন্স নিয়ে যতটা মাতামাতি করে, ক্যাটরিনার ফ্যাশন সেন্স নিয়ে ততটা করে না! ক্যাটরিনার প্রশংসা করতে গিয়ে সোনমকে মারাত্মক চটিয়ে দিয়েছেন রণবীর। সোনমের মতে, ক্যাটরিনা কখনওই নিজের স্টাইল বা লুক নিয়ে কোনও পরীক্ষা-নিরীক্ষা করেন না, যেটা তিনি হামেশাই করে থাকেন। তাই ক্যাটরিনা এবং তাঁর ফ্যাশন সম্পর্কে ধারণার কোনও তুলনা করা উচিত নয়।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tMt2us
July 05, 2017 at 12:04AM
04 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top