জম্মু-কাশ্মীরে চালু হচ্ছে জিএসটি

নয়াদিল্লি, ৭ জুলাইঃ জম্মু-কাশ্মীরে জিএসটি চালু করার নির্দেশিকায় সম্মতি দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ওই নির্দেশিকাটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। গত বুধবার রাজ্য বিধানসভায় জিএসটি সংক্রান্ত প্রস্তাবটি গৃহীত হয়। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির নেতৃত্বে রাজ্য মন্ত্রীসভায় একটি খসড়া নির্দেশ পাস হয়ে যায়।

উল্লেখ্য, ১ জুলাই জম্মু-কাশ্মীর ছাড়া সমস্ত রাজ্যে জিএসটি চালু হয়ে গিয়েছে। জম্মু-কাশ্মীর শেষপর্যন্ত জিএসটি চালুর ব্যাপারে উদ্যোগী হওয়ায় সাধুবাদ জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকেও অভিনন্দন জানিয়েছেন। বিরোধীদের প্রতিবাদের মধ্যে মুফতি যেভাবে জিএসটি চালুর ব্যাপারে উদ্যোগী হয়েছেন তার প্রশংসা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tUB0kf

July 07, 2017 at 09:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top