নাহিদ ইকবাল ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক বৈচিত্র সংরক্ষণে নিবেদিত সংঘঠন অভয়ারণ্যের উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির মধ্যেও প্রশাসনিক ভবনের নিচতলায় বৃক্ষরোপণ উৎসবের উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. আলী আশরাফ।
অভয়ারণ্য কুবির যুগ্ম আহবায়ক নাহিদ ইকবালের সঞ্চালনায় সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বৃক্ষরোপণ উৎসব একটি মহৎ উদ্যোগ। ক্যাম্পাসে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করার উপর গুরুত্বারোপ করেন। পরিবেশ ও ক্যাম্পাসকে সবুজময় করতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। সেই সাথে গাছগুলোর রক্ষণাবেক্ষণের বিষয়টি লক্ষ্য করার জন্য অনুরোধ করেন।
উপস্থিত ছিলেন প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট দুলাল চন্দ্র নন্দী, সহকারী অধ্যাপক ফয়সাল বিন আব্দুল আজিজ, কামরুল হাসান মজুমদার, সহকারী রেজিষ্ট্রার মিজানুর রহমান, অভয়ারণ্যের সমন্বয়ক অ্যাডভোকেট শ্যামল কান্তি, অভয়ারণ্য কুবির আহবায়ক নয়ন বণিক, তাসফিয়া আউয়াল সুপ্তি, মরিয়ম সুলতানা, তানজিম, নাঈম, রেজওয়ান কবির, রাফি, ফরহাদ,তৌহিদা, সাজ্জাদসহ সংঘঠনের সদস্যবৃন্দ।
The post কুবিতে অভয়ারণ্যের বৃক্ষরোপণ উৎসব অনুুষ্ঠিত appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2gMSgTS
July 20, 2017 at 06:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন