তৃণমূল পর্য্যায়ে সরকারের সেবামূলক কর্মকান্ড পৌঁছাতে হবে —মতিন খসরু

নিজস্ব প্রতিবেদক ● বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অস্বচ্ছল মানুষের সেবা করার লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। উপজেলা পর্য্যায়ে ইতিমধ্যে ১৪৪টি ভাতা চালু হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তর থেকে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার অসহায়দের মাঝে এ ভাতা দেয়া হয়ে থাকে। এলাকার চেয়ারম্যান মেম্বারদের দায়িত্ব অনেক বেশি। আপনারা সমাজের অসহায় লোকদের তালিকা তৈরী করুন। যারা অসহায় আছে সরকারের সকল সেবামূলক কর্মকান্ড তাদের কাছে পৌছে দিন। এ দেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না। সমাজের প্রতিটি মানুষ যেন নিজের পায়ে দাড়াতে পারে তারা যেন স্বাবলম্বী হতে পারে সরকার সে লক্ষে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার সকালে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান ও সচিব, পিআইসি মেম্বার ও ট্যাগ অফিসারদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু এমপি এ কথাগুলো বলেন। এসএনএসপি প্রকল্প ডিডিএম ও উপজেলা প্রশাসনের আয়োজনে ডিপিসিডিটিসিএল এর সহায়তায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) কামরুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। অনুষ্ঠানে দিনব্যাপী প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন মোঃ জসিম উদ্দিন।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহতাবুদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইসমাইল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ওমর ফারুক, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক মোস্তফা ছারোয়ার খান, সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, মাধবপুর ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান আহাম্মদ, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদ, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান ভূইয়া রিপন, শশীদল ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মাস্টার, মালাপাড়া ইউপি চেয়ারম্যান একেএম আবুল কালাম আজাদ ভূইয়া, বিআরডিবি চেয়ারম্যান শাহিন খান মেম্বারসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সচিব, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারগণ।

The post তৃণমূল পর্য্যায়ে সরকারের সেবামূলক কর্মকান্ড পৌঁছাতে হবে —মতিন খসরু appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2t6ogIk

July 13, 2017 at 03:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top