ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের পাশে সিটি মেয়র আরিফ

সুরমা টাইমস ডেস্ক::বি এন পির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় , কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও সাবেক সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরীর তথ্যাবদানে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন, ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন, ও ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরন করেন সিলেট সিটি কর্পোরেশননের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী বলেছেন, ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মাঝে সরকারি ত্রাণসামগ্রী দলীয়করণের ভিত্তিতে বিতরণ করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি আরো বলেন, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছি। আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয়করণের চিন্তা বাদ দিয়ে সরকারকে এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকসহ দুর্গত মানুষদের পুণর্বাসনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান মেয়র আরিফ।
তিনি আজ মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটে স্থানীয় ঘিলাছড়া জিরোপয়েন্টে ত্রাণ বিতরণ করতে এসে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন।
মেয়র আরিফ মঙ্গলবার দিনব্যাপী ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে নৌকাযোগে বন্যাকবলিত এলাকা ঘুরে উপজেলার ইলাশপুর ক্রিষ্টাল লাইট সেন্টার, চন্ডী প্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকবাংলা, ঘিলাছড়া জিরো পয়েন্ট ও মানিককোনায় নির্দিষ্ট তালিকানুযায়ী বন্যার্ত প্রায় এক হাজার পরিবারকে জড়ো করে চাল, পিয়াজ, আলু, খাবার স্যালাইন বিতরণ করেন।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুর রকিব চৌধূরীর সার্বিক তত্বাবধানে পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সিলেট জেলা কৃষকদলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মছব্বির, জেলা বিএনপি’র উপদেষ্টা তৈমুর হোসেন খান বিপুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমেদ জিল্লু , ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সুফিয়ানুল করিম চৌধূরী, উপজেলা যুবদলের সভাপতি মুহিব উদ্দিন বেলাল, সহ-সভাপতি আব্দুল কাদির জিলা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া খান, জেলা বিএন,পি সদস্য ইউনিয়ন বিএন,পির সভাপতি আক্তার হোসেন উস্তার,ইউনিয়ন বিএন,পির সাধারন সম্পাদক রুহুল আমিন রুফুল, উপজেলা বিএন, পির সদস্য সামাদ হোসেন রুমেল, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিমন হাসান রিমু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পারভেজ আহমেদ, কামরুল ইসলাম, উপজেলা সিনিয়র সদস্য রেদওয়ানোর রহমান রায়হান, জুয়েল আহমেদ,ইউনিয়ন ছাত্রদল নেতা ইসহাক আহমেদ তামিম, ডিগ্রী কলেজ ইয়ার কমিটির সিনিয়র সহসভাপতি আহবাব মুক্তাদির, সদস্য ছাব্বির আহমেদ, আরো উপস্থিত ছিলেন মুফাজ্জেল চৌধুরী, লায়েক আহমেদ, পারভেজ আহমেদ নাছিম, ফাহিম আহমেদ, আবু তাহের, ইয়াছিন আহমেদ, ফারদিন আহমেদ, শামিম আহমেদ ও ছাইফুর রহমান প্রমুখ ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uffxnn

July 12, 2017 at 01:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top