কলকাতা, ০৬ জুলাই- নীল পাড়ে সাদা রঙের যে বিশেষ ধরনের শাড়ি মাদার তেরেসার হাত ধরে সারাবিশ্বে পরিচিত, এবার তার পেটেন্ট নিল মিশনারিজ অব চ্যারিটি। বুধবার ওই প্রতিষ্ঠানের পক্ষে একথা জানান আইনজীবী বিশ্বজিৎ সরকার। তিনি জানিয়েছেন, ওই শাড়ি এবার থেকে মিশনারিজ অব চ্যারিটির প্রতীক হিসেবে গণ্য হবে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন মেনে ওই পেটেন্ট নেওয়া হয়েছে। এদেশে এই প্রথম কোনও প্রতিষ্ঠান পোশাকের পেটেন্ট নিল বলে দাবি করেন বিশ্বজিতের। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সারা পৃথিবীতে গরিব, অসহায়, অসুস্থদের জন্য কাজ করে এই প্রতিষ্ঠান। যে বিশেষ নকশার নীল পাড়ে সাদা শাড়ি মাদার পরতেন, সেই শাড়িতে তার অনুগামী সন্ন্যাসিনীদেরও দেখতে অভ্যস্ত বিশ্ববাসী। কিন্তু অনেকেই আবার সেই শাড়িকে অসাধু কাজে ব্যবহার করছে বলে অভিযোগ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ বিভিন্নভাবে মাদারের প্রতিষ্ঠান ও ভাবনাকে এগিয়ে যেতে সাহায্য করেন। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই মাদারের নাম করে সমাজসেবার ভাঁওতা দিতে অনেক অসাধু চক্রও সক্রিয় বলে খবর পেয়েছে মাদারের প্রতিষ্ঠান। অনেকেই নীল-সাদা শাড়ি পরে মাদার বা তার প্রতিষ্ঠানের নাম করে বিভিন্ন সংস্থার কাছ থেকে নানারকম সুযোগ-সুবিধা নিচ্ছে বলে অভিযোগ। মাদারের নামে সব ধরনের অসাধু কাজ বন্ধ করতেই পেটেন্ট নেওয়ার এই উদ্যোগ বলে জানান বিশ্বজিৎ। ভ্যাটিকান সিটিতে পোপ ২০১৬ সালে মাদারকে সন্ত ঘোষণা করেন। সেই অনুষ্ঠানে ওই নির্দিষ্ট ধরনের শাড়ি পরে মাদারের অনুগামী সন্ন্যাসিনীরাও উপস্থিত ছিলেন। বিশ্বের দরবারে ওই শাড়ি সেদিন আরও বেশি করে পরিচিত হয়। এর পরেই মিশনারিজ অব চ্যারিটি সিদ্ধান্ত নেয়, তারা ওই শাড়ির পেটেন্ট নেবে এবং তার অপব্যবহার বন্ধ করবে। আর/১৭:১৪/০৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2utG7WB
July 07, 2017 at 12:22AM
06 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top