নয়াদিল্লী, ২০ জুলাই- বিদেশ সফরকালীন সময়ে দলের ব্যাটিং পরামর্শক হিসেবে রাহুল দ্রাবিড়কে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু দ্রাবিড়ের সেই নিয়োগ চূড়ান্ত অনুমোদন পায়নি। অনুমোদন পায়নি বোলিং কোচ হিসেবে জহির খানের নিয়োগও। ভারতের নতুন কোচ রবি শাস্ত্রি জহিরের পরিবর্তে বোলিং কোচ হিসেবে বেছে নিয়েছেন ভরত অরুনকে। ব্যাটিং কোচ হিসেব সঞ্জয় বাঙ্গারই থাকছেন। ব্যাটিং কোচের পাশাপাশি বাঙ্গার পেয়েছেন সহকারী কোচের বাড়তি দায়িত্বও। কিন্তু তারপরও একজন ব্যাটিং পরামর্শক চাই কোচ রবি শাস্ত্রির। আদর্শ ব্যাটিং পরামর্শক হিসেবে বিশেষ একজনকে পছন্দও করেছেন তিনি। শচীন টেন্ডুলকারকে ব্যাটিং পরামর্শক হিসেবে চাই তার। বেতন-ভাতা নির্ধারণ ও অন্যান্য বিষয় নিয়ে আজ বুধবারই বিসিসিআইয়ের বিশেষ কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন শাস্ত্রি। কোচিং স্টাফের সদস্যদের বেতন-ভাতা নির্ধারণে গঠিত উচ্চ পর্যায়ের ওই কমিটির কাছে টেন্ডুলকারকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার দাবিও জানিয়েছেন ভারতের নতুন কোচ। শাস্ত্রির পছন্দকে গুরুত্ব দিয়েই কোচিং স্টাফের অন্য সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু তার এই চাওয়াটা পূরণ না হওয়ার সম্ভাবই বেশি! টেন্ডুলকার এরই মধ্যে বিসিসিআিইয়ের একাধিক লাভজনক পদে দায়িত্ব পালন করছেন। কোচ নিয়োগের জন্য গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটির (সিএসি) সদস্য ছাড়াও টেন্ডুলকার আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত। এই অবস্থায় তাকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়াটা হবে গঠনতন্ত্রের সাংঘর্ষিক। কমিটি তখনই শাস্ত্রিকে বলে দিয়েছে, পূর্ণকালীনই হোক কিংবা খণ্ডকালীন, টেন্ডুলকারকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়াটা হবে গঠনতন্ত্রের সাংঘর্ষিক। এরপরও শাস্ত্রির চাওয়া পূরণ হতে পারে। সাংঘর্ষিক বাঁধা দূর করে টেন্ডুলকার হতে পারেন ব্যাটিং পরামর্শক। যদি শাস্ত্রির চাওয়াকে গুরুত্ব দিয়ে টেন্ডুলকার সত্যিই দায়িত্বটা নিতে চান! কিন্তু টেন্ডুলকার তা চাবেন বলে মনে হয় না। শাস্ত্রির চাওয়া মতো ব্যাটিং পরামর্শক হতে চাইলে টেন্ডুলকারকে সরে দাঁড়াতে হবে সিএসির সদস্য পদ ও আইপিএল দায়িত্ব থেকে! খণ্ড কালীন ব্যাটিং পরামর্শক হওয়ার জন্য নিশ্চয় ওই মর্যাদাপূর্ণ দুটি পদ ছাড়বেন না টেন্ডুলকার।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uF3tLA
July 20, 2017 at 07:42PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন