লন্ডন, ০১ জুলাই- ২৯ জুন বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক মেগ ল্যানিং। ১৫২ রানের ইনিংসের মাধ্যমে ওয়ানডে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পূর্ণ করেন ডানহাতি এই ব্যাটসম্যান। এ সেঞ্চুরি দিয়ে বিরাট কোহলি, হাশিম আমলা ও কুইন্টন ডি ককের মতো তারকা ক্রিকেটারদের পেছনে ফেলেছেন এই নারী ক্রিকেটার। ইংল্যান্ডে চলমান নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কান নারী দলের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। লঙ্কানদের দেওয়া ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক মেগ ল্যানিংয়ের অপরাজিত সেঞ্চুরিতে ভর করেই জয় তুলে নেয় অজি নারীরা। ১৫২ রানের ইনিংস খেলার পথে ১০০ বলে ১৩ চারে ওয়ানডে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন তিনি। ১১টি সেঞ্চুরি পূর্ণ করতে ল্যানিংয়ের লেগেছে ৫৯ ইনিংস। এখন পর্যন্ত নারী কিংবা পুরুষ ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে ১১ সেঞ্চুরি পূর্ণ করার রেকর্ড গড়েছেন ল্যানিং। তার আগে ৬৪ ইনিংস খেলে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। আরেক প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি ককের লেগেছিল ৬৫ ইনিংস। ওয়ানডেতে ১১তম সেঞ্চুরির দেখা পেতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি খেলেছিলেন ৮২ ইনিংস। সেখানে মেগ ল্যানিং মাত্র ৫৯ ইনিংসেই ১১ বার সেঞ্চুরির দেখা পেয়েছেন! শুধু তাই নয়, নারীদের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও এই অজি অধিনায়ক। দ্বিতীয় সর্বোচ্চ নয়বার সেঞ্চুরির দেখা পেয়েছেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার চার্লোত্তি অ্যাডওয়ার্ডস। আর/১৭:১৪/০১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2twDlBI
July 01, 2017 at 11:46PM
01 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top