জর্ডান প্রতিনিধিঃ প্রবাসী বাংলাদেশী কল্যান সমিতি জর্ডান আয়োজিত ৭ জুলাই রোজ শুক্রবার জর্ডানের রাজধানী আম্মানস্থ আবদালী ইংলিশ স্কুল এর হলরুমে স্থানীয় সময় দুপুর ৩.০০ ঘটিকায় জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথমা সচিব লুবনা ইয়াসমিন এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর রাষ্ট্রদূত জনাব মো: এনায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্ডান দূতাবাস এর তৃতীয় সচিব (শ্রম) জনাবা সালেহা মোজাম্মেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী বাংলাদেশী কল্যান সমিতির সভাপতি জনাব জালাল উদ্দিন (বশির) ও অনুষ্ঠান পরিচালনা করেন শরীফুল ইসলাম (বিপ্লব)।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান (জামান),জনাব আনোয়ার ভূইয়া,নজরুল ইসলাম,মো:হানিফ মাষ্টার, তাইজুল ইসলাম,সেলিম আকাশ,কিবরিয়া মুন্সি,রবিউল ইসলাম,সোহেল হাকিম,আব্দুর রশিদ,জালাল আব্দুল বাতেন, জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাস কর্মকতা রেজাউল মোস্তফাসহ দূতাবাসের সকল কর্মকতা কর্মচারী, প্রবাসী বাংলাদেশী কল্যান সমিতির সকল সদস্য ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।
বিদায়ী প্রথমা সচিব এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত জনাব মো: এনায়েত হোসেন ও প্রবাসী বাংলাদেশী কল্যান সমিতি জর্ডান এর সম্মানিত সভাপতি জনাব জালাল উদ্দিন বশির সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত জনাব মো: এনায়েত হোসেন বক্তব্যে বলেন, জনাবা লুবনা ইয়াসমিন সুদীর্ঘ ৬ বছর জর্ডান দূতাবাসে সততা, মেধা ও দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন এবং জর্ডানে বাংলাদেশি শ্রম বাজার বিস্তারে কার্যকারী ভূমিকা সহ সকল প্রবাসী বাংলাদেশীদের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করেন।তিনি জনাবা লুবনা ইয়াসমিনের ভবিষ্যত কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।
প্রবাসী বাংলাদেশী কল্যান সমিতির সভাপতি জনাব জালাল উদ্দিন (বশির) বলেন,জনাবা লুবনা ইয়াসমিন জর্ডান দূতাবাসে কর্মরত অবস্থায় প্রবাসীদের নানাবিধ সমস্যা খুব দ্রুত সমাধান করে অতি অল্প সময়েই প্রবাসী বাংলাদেশিদের আস্থা অর্জন করেন। জনাব জালাল উদ্দিন (বশির) জর্ডান প্রবাসী সকল বাংলাদেশিদের পক্ষ থেকে জনাবা লুবনা ইয়াসমিনকে ধন্যবাদ জানান ও তার সাফল্য কামনা করেন।
বাংলাদেশ দূতাবাসের বিদায়ী প্রথমা সচিব জনাবা লুবনা ইয়াসমিন বিদায়ী বক্তব্যে জর্ডান প্রবাসী সকল বাংলাদেশীদের সহযোগীতার কথা স্মরণ করেন তাদের সকলের মঙ্গল কামনা করেন এবং প্রবাসী সকল বাংলাদেশিদের মিলেমিশে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করার আহবান জানান।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2tRg91y
July 08, 2017 at 12:20AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন