ঢাকা, ২৮ জুলাই- লাক্সের মাধ্যমে তাদের মিডিয়াতে আগমন। একজন রাখি মাহবুবা অন্যজন ফারিয়া শাহরিন। এরপর তারা অভিনয়ে নিয়মিত হয়েছিলেন। কিছুদিন অভিনয় করেছেন পড়াশোনার পাশাপাশি। কিন্তু নাহ, তারা অভিনয় থেকে বেশি মনোযোগী ছিলেন পড়াশোনার প্রতি। মিডিয়াতে কাজ করার প্রবল ইচ্ছা থাকলেও পরিশেষে এই দুই সুন্দরী অভিনয় ছেড়ে, দেশ ছেড়ে, পড়াশোনায় মনোযোগী হয়ে গেলেন। ফারিয়া মাঝে এসে অভিনয় করলেও রাখি আর ফিরে আসেননি। চলুন পাঠক, একবার ঘুরে আসি তাদের জীবনী থেকে। রাখি মাহবুবা: পুরা নাম মাহবুবা ইসলাম রাখি লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০-এর সেরা সুন্দরী। তিনি একাধারে মডেল এবং অভিনেত্রী। অভিনয় শুরুও করেছিলেন তিনি। বেশ জনপ্রিয়তাও এসেছিল তার। কিন্তু হুট করেই অভিনয় ছেড়ে দিয়ে গত চার বছর ধরে ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং (সিভিল) অনার্স বিষয়ে গ্র্যাজুয়েশন করার জন্য অস্ট্রেলিয়ায় রয়েছেন এই তারকা। এবছর শেষ হচ্ছে তার পড়াশুনা। এর মধ্যেই একটা গুঞ্জন ছিল, তিনি গত বছর দেশে ফিরবেন কিছু দিনের জন্য। কিন্তু না, তা আর হয়নি, তিনি দেশে ফেরেননি। তবে কথা ছিল পড়াশোনা শেষ হলে ফিরবেন দেশে। তাই এ বছর যেহেতু তার পড়াশুনা শেষ হচ্ছে, তাই দেশে ফেরার কথা রয়েছে। ফারিয়া শাহরিন: বাংলালিংকের কথা দিলাম বিজ্ঞাপনটির মাধ্যমে তিনি মিডিয়াতে পা রাখেন। মিষ্টি মেয়েটি এ বিজ্ঞাপনটির মডেল হয়ে দর্শকদের নজর কেড়েছিলেন। তিনি হলেন লাক্স-তারকা ফারিয়া শাহরিন। এরপর অভিনয়ে খুব একটা নিয়মিত হননি। তবে ফারিয়া প্রথম সামিয়া জামানের আকাশ কত দূরে সিনেমায় অভিনয় করেন। ছবিটি ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসের দিন মুক্তি পায়। প্রথম চলচ্চিত্র দিয়েই ফারিয়া আবারও দর্শকদের নজরে আসনে। তবে রাতারাতি তারকা বনে যাওয়া ফারিয়াকে পরবর্তীতে খুব একটা অভিনয়ে পাওয়া যায়নি। আর তার কারণ হলো পড়াশোনার পাশাপাশি বেছে বেছে কাজ করা। শেষমেষ তিনিও পড়াশোনা করতে চলে গেলেন মালয়েশিয়াতে। সেখানে তিনি মিডিয়া মার্কেটিং বিষয়ে পড়াশোনা করছেন। তবে গত বছর দেশে এসে অভিনয়ে ফিরলেও তিনি আবার চলে যান মালয়েশিয়া। বর্তমানে তার ইচ্ছা মালয়েশিয়া থেকে পিএইচডি শেষ করে তারপর দেশে ফিরবেন। অভিনয়ের নেশা থাকলেও তারা পড়াশোনার প্রতি বেশি নজর দিয়েছেন। তাদের যে ভক্তরা রয়েছেন তারা বিষয়টি খুবই ভালো ভাবে গ্রহন করেছেন। তবে তারা পড়াশুনা শেষ করে আদৌ অভিনয়ে ফিরবেন কি না তা কিন্তু অজানাই রয়ে গেল। কারণ দুজনের হাতে এখনও অনেক সময় পড়ে আছে। এআর/১৯:৩৬/২৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2w6GnLa
July 29, 2017 at 01:35AM
28 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top