কলকাতা, ২০ জুলাই - ফের ভয়াবহ আগুন শহরে। এ বার প্রিটোরিয়া স্ট্রিটের একটি অফিসের চার তলায় আগুন লাগল। ওই অফিসের পাশেই একটি স্কুল রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক ছড়ায় সেখানে। যদিও ওই স্কুল থেকে সকলকে নিরাপদে বের করে আনা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও ওই অফিসে এনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। দমকল জানিয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ ১২ নম্বর প্রিটোরিয়া স্ট্রিটের ওই অফিসে আগুন লাগে। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। হাইড্রোলিক ল্যাডার এনে কাচ ভেঙে অফিসের ভিতর আটকে থাকা কর্মীদের উদ্ধার করার চেষ্টা করেন দমকলকর্মীরা। সেই সঙ্গে দড়ি দিয়ে নামিয়ে আনা হয় অনেককে। পুলিশ জানিয়েছে, এ দিন বিকেল পর্যন্ত ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে আশপাশের অফিস এবং স্কুলগুলিতেও। আশপাশের বাড়ির বাসিন্দাদেরও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে অফিসের পাশে থাকা একটি স্কুলে। আগুন লাগার খবর পেয়ে ছুটে এসেছেন অভিভাবকেরা। তড়িঘড়ি ছুটি দিয়ে দেওয়া হয়েছে পড়ুয়াদের। এক পড়ুয়ার কথায়, আমরা তখন ক্লাসে পড়ছিলাম। হঠাৎ স্যার বললেন আগুন লেগেছে। আমরা তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিচে নেমে এলাম। অভিভাবকদের চোখে মুখেও আতঙ্কের ছাপ। স্থানীয় সূত্রে খবর, সকাল বেলা অফিস বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন তাঁরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকলকর্মীদের সাহায্যে দঁড়ি দিয়ে সাত-আট জনকে নামিয়ে আনা হয়। দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা বাড়িটাতে। ভিতরে আটকে থাকা অনেকের শ্বাসকষ্ট শুরু হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন তাঁরা। এ দিন, পুরো এলাকাটি ঘিরে রয়েছে পুলিশবাহিনী। দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন আগুন অনেকটা নিয়ন্ত্রণে। আটকে থাকা বাকি লোকেদের উদ্ধারের কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা। কাঁচ ভেঙে ধোঁয়া বার করার কাজ চলছে। খুব তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলেই জানিয়েছেন তিনি। কেএনপি/০৫:৪৬/২০ জুলাই TAGS : fire, building fire, news, building, the building is on fire, london, grenfell tower, apartment, grenfell tower fire, apartment fire, structure fire
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gN1vU7
July 21, 2017 at 12:17AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন