ইসলামাবাদ, ০৩ জুলাই- ১৯৯৯ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের। জাতীয় দলের হয়ে ২৫২ ওয়ানডে এবং ৮৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডানহাতি এ অলরাউন্ডার। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছে মালিকের। এরপর অবসর নেওয়ার ইচ্ছে তার। ৩৫ বছর বয়সি এ অলরাউন্ডার চ্যাম্পিয়নস ট্রফির দলে ছিলেন। ২০০৯ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন। পাকিস্তানের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জিততে মুখিয়ে আছেন মালিক। আইসিসি ইভেন্টে তিন শিরোপা জিতেই অবসরে যেতে চান অভিজ্ঞ এ ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়াকে শোয়েব মালিক বলেছেন, আমি যদি আমার বর্তমান ফর্মে থাকি এবং আমার ফিটনেস ধরে রাখতে পারি তাহলে অবশ্যই পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলব। আমার ইচ্ছে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে তিনটি আইসিসি ইভেন্ট জেতা। দুটি এরই মধ্যে জিতে গেছি। এবার লক্ষ্য ওয়ানডে বিশ্বকাপ। সব কিছু নির্ভর করছে আমি সিনিয়র ক্রিকেটার হিসেবে দলের সাফল্যে কতটুকু অবদান রাখতে পারছি তার ওপর। আমি দলের বোঝা হয়ে থাকতে চাই না। যদি কখনো মনে হয় বোঝা হয়ে আছি অবশ্যই নিজ থেকে সরে দাঁড়াব। চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ইংল্যান্ডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছি। যোগ করেন মালিক। মিসবাহ-উল-হক ও ইউনিস খান অবসর নেওয়ার পর দলে সিনিয়র ক্রিকেটার বলতে শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। টেস্ট ক্রিকেট দুবছর আগে ছেড়েছেন মালিক। হাফিজ তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাচ্ছেন। মালিক মনে করেন, টেস্ট ক্রিকেট থেকে সরে আসায় ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার উন্নতি হয়েছে। ২০১৫ সালের নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলার পর ওয়ানডেতে মালিকের গড় রান ৪১, স্ট্রাইক রেট ৯৪। পাকিস্তানের হয়ে এ সময়ে সর্বোচ্চ রানও করেছেন ডানহাতি এ ব্যাটসম্যান। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে তার পারফরম্যান্স ভালো ছিল না। চার ইনিংসে তার রান ছিল ৫৪, সর্বোচ্চ ১৬। সেরা আটের আসরে ভালো করতে না পারায় উদ্বিগ্ন নন শোয়েব মালিক। তিনি বলেন, আমি কোনো চাপ অনুভব করছি না। আমি পাকিস্তানের হয়ে যতটুকু পেরেছি ঠিক ততটুকু অবদান রাখতে চেষ্টা করেছি। আমি নিশ্চিত আমার উপস্থিতি দলের অন্যান্যদের আরও উৎসাহিত করেছে। চ্যাম্পিয়নস ট্রফি জয় আমার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। নিজেকে ভাগ্যবান মনে করছি ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সঙ্গে থাকতে পেরেও।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tFyr6q
July 03, 2017 at 07:43AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top