রোজারিও, ০৩ জুলাই- ফুটবল বিশ্বে মেসির ভক্তের অভাব নেই। তাই বলে তাকে কেউ অপছন্দ করবেন না এমন তো নয়। দোষে-গুণে ভরা মেসিরও রয়েছে শত্রু! তেমনই এবার মেসি বিরোধী এক ভক্তের দেখা মিলল উরুগুয়েতে। শুধু মাত্র মেসি-রোকজ্জুর বিয়েতে উপস্থিত থাকায় লুইস সুয়ারেজের একটি মুর্তি উপড়ে ফেলেছেন তিনি। গত কয়েক বছরে ফুটবলে নিজের শ্রেষ্ঠত্ব উপহারের কারণে উরুগুইয়ানদের হৃদয়ে সহজেই স্থান করে নিয়েছেন সুয়ারেজ। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাধে জন্মশহর সাল্টোয় সবচেয়ে জনারণ্য রাস্তার একপাশে স্থাপন করা হয় তার একটি মুর্তি। অথচ গত শনিবার সকালে সাল্টো শহরের মানুষ ঘুম থেকে উঠে দেখলো নির্দিষ্ট স্থানে সুয়ারেজের আবক্ষ মুর্তিটি নেই। মজার ব্যাপার হলো, মুর্তির জায়গায় একটি চিরকুট রেখে দেয়া। উরুগুয়ের প্রচলিত ভাষায় সেই চিরকুটে লেখা হয়েছে, আমি মেসির বিয়ের অনুষ্ঠানে গেলাম। খুব দ্রুতই ফিরে আসবো। খুব সহজেই বোঝা যাচ্ছে রোজারিওয় ক্লাব সতীর্থ লিওনেল মেসির বিয়েতে যোগ দেয়ার অপরাধেই সুয়ারেজের সেই আবক্ষ মুর্তিটি উপড়ে ফেলেছে দুষ্কৃতিকারী। উরুগুয়ের স্থানীয় মিডিয়া জানিয়েছে, আবক্ষ মুর্তিটি উপড়ে ফেলার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বছর জুলাইতে সুয়ারেজের এই মুর্তিটি উম্মোচন করা হয়।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tBqBKv
July 03, 2017 at 11:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top